• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রতিষ্ঠা দিবসে বিতর্কের আঁচ প্রেসিডেন্সিতে, পড়ুয়াদের সমালোচনায় শিক্ষামন্ত্রী থেকে শঙ্খ ঘোষ

প্রতিষ্ঠা দিবসে বিতর্কের আঁচ প্রেসিডেন্সিতে, পড়ুয়াদের সমালোচনায় শিক্ষামন্ত্রী থেকে শঙ্খ ঘোষ

Presidency University

Presidency University

প্রতিষ্ঠা দিবসে বিতর্কের আঁচ প্রেসিডেন্সিতে, পড়ুয়াদের সমালোচনায় শিক্ষামন্ত্রী থেকে শঙ্খ ঘোষ

 • Share this:

   #কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তুলে দেওয়া হোক মেন্টর গ্রুপ। প্রয়োজনীয় দেখভালের জন্য পরিচালন সমিতিই যথেষ্ট । প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসুর। শুধু মন্তব্যই নয়, এনিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্সির প্রাক্তনী। বিক্ষোভের জেরে বদনাম হয়েছে প্রেসিডেন্সির। মত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। প্রেসিডেন্সি নিয়ে ক্ষোভের সুর কবি শঙ্খ ঘোষের গলাতেও।

  কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সির রূপান্তরের কাজ। মূলত এই কাজের জন্যই তৈরি হয়েছিল মেন্টর গ্রুপ। এবার সেই মেন্টর গ্রুপই তুলে দেওয়ার সুপারিশ চেয়ারম্যান সুগত বসুর। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে তাঁর মন্তব্য, মেন্টর গ্রুপের আর কার্যকরিতা নেই। বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিই দেখভালের জন্য যথেষ্ঠ।

  প্রথম উপাচার্য মালবিকা সরকারের আমলে রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি। সুগত বসুর গলায় প্রশংসার সুর। তবে তাঁর পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের কাছেই হোক মেয়েদের হস্টেল।

  দিনের পর দিন বিক্ষোভ আর আন্দোলনে সুনাম হারিয়েছে প্রেসিডেন্সি। মনে করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রেসিডেন্সি-যাদবপুরে প্রতিদিনই বিক্ষোভ ৷ কয়েকজন পড়ুয়া ভুল পথে চালিত করছে ৷ এতে প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে ৷’

  বিশ্ববিদ্যালয় নিয়ে সমালোচনা প্রাক্তনী তথা কবি শঙ্খ ঘোষের গলায়। তাঁর মতে, কৌলীন্য হারিয়েছে প্রেসিডেন্সি। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের কথা ভুলে যাচ্ছেন নতুন প্রজন্মের পড়ুয়ারা। তবে তাঁর আশা, ভবিষ্যতে প্রেসিডেন্সি ফের আগের গরিমায় ফিরবে।

  First published: