হোম /খবর /কলকাতা /
লকডাউনের বকেয়া আদায় হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকদের

Calcutta University|| লকডাউনের বকেয়া আদায় হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকদের

কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয়

Calcutta University | লকডাউনের বকেয়া আদায় হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকদের|

  • Share this:

#কলকাতাঃ লকডাউনের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজ করা ঠিকা শ্রমিকদের ২১ মাসের বকেয়া আদায় হল অবশেষে। এই দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। দাবি আদায়ের পক্ষে বহুদিন ধরে লাগাতার আন্দোলনও চালিয়ে গিয়েছেন তাঁরা। মাঝেমধ্যে আংশিক দাবি মানা হলেও পুরো দাবি কখনওই মিটছিল না। তাই আন্দোলনের অবস্থান থেকে সরে আসেননি তাঁরা। অবশেষে সেই বকেয়া আদায় হল।

সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর তরফে জানানো হয়েছে, "জান লড়িয়ে মাটি কমড়ে পড়ে থাকলে দাবি আদায় হবেই। সিটু পরিচালিত কলকাতা কনট্রাকটর'স ওয়ার্কার ইউনিয়ন এর পতাকা তলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকদের এক বছরের ধারাবাহিক সংগ্রামের ফলে লকডাউনের ২১ মাসের বকেয়া মজুরির সম্পূর্ণটা আদায় করা গেল।" এর জন্য শ্রমিকদের অভিনন্দন জানানো হয়েছে সংগঠনের তরফে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত যুদ্ধের ঠিক আগেই বিরাট চাল সিপিআইএমের, রণকৌশলের আঁচ পেতে মরিয়া বিরোধীরা

সিটু নেতা সৌম্যজিৎ রজক বলেন, "এই সাফল্যের পিছনে মূলত দু'টো বিষয় রয়েছে। প্রথমত, আপোষ রফার কোনও প্রস্তাবে ইউনিয়ন রাজি হয়নি। ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকরা মাটি কামড়ে লড়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহযোগিতার কথাও বলতেই হবে। ধন্যবাদ জানাতে হবে আমাদের পক্ষের আইনজীবীকে, মহামান্য হাইকোর্টকে। দ্বিতীয়ত, এক বছর টানা লড়াইয়ের পর এই যে জয়, এটা খণ্ডযুদ্ধের জয় হলেও এর দাম কম নয়। একেবারে অসহায় শ্রমিকদের মধ্যে অসহায়তার বোধ কেটে গিয়ে জন্ম নিয়েছে জঙ্গী আত্মবিশ্বাস। শ্রমিকদের এই আত্মবিশ্বাস ভবিষ্যতেও অনেকের ঘুম কেড়ে নেবে। একটা দুটো কর্মসূচি বা মামুলি কোনও লড়াইয়ের সময় এটা নয়। ঠিকা শ্রমিকদের যেমন ভীষণ শোষণ বঞ্চনার শিকার হতে হয়, সেরকম ভীষণ লড়াই-ই লড়তে হবে আমাদের। ভীষণ লড়াই। যুদ্ধের আগে যেমন দামামা বাজানো হয়, ৭ তারিখ কলকাতায় হাজার হাজার ঠিকা শ্রমিকের জমায়েত তেমন দামামাই বাজাবে। সমস্ত অস্থায়ী শ্রমিকদের তাই এখানে আসতে অনুরোধ জানাই। আপোষ করে নয়, সংগ্রাম করেই অধিকার ছিনিয়ে নিতে হয়।"

আরও পড়ুনঃ পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক! সাগরদিঘিতে বিরাট বার্তা সিপিআইএম-কংগ্রেসের

লকডাউনের বকেয়া আদায়ের জন্য দীর্ঘদিন ধরেই কতৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দড়ি টানাটানি চলছিল সিটুর নেতৃত্বে। দাবি আদায়ের জন্য দফায় দফায় আন্দোলনের পথেও হেঁটেছে শ্রমিকরা। কখনও শান্তিপূর্ণ পদ্ধতিতে আবেদন নিবেদন কখনও বা বিক্ষোভ। কখনও আইনের রাস্তায় কখনও বা কর্মবিরতি। একটা সময় টানা ধর্মঘটের পথেও হাঁটতে হয়েছে তাঁদের। অবশেষে একশো শতাংশ বকেয়া পেয়ে স্বস্তির নিশ্বাস ছেড়েছেন শ্রমিকরা।

Ujjal Roy

Published by:Shubhagata Dey
First published:

Tags: Calcutta University