হোম /খবর /কলকাতা /
দাবদাহের বলি আরও এক, শহরে প্রচণ্ড গরমে মৃত্যু হল পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীর

Death: দাবদাহের বলি আরও এক, শহরে প্রচণ্ড গরমে মৃত্যু হল পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীর

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

Death: মেয়র ফিরহাদ হাকিম পুরকর্মীদের পরামর্শ দিয়ে বলেছেন, সাবধানে কাজ করুন। বেলা ১২-৩ রোদে যতটা সম্ভব কম কাজ করুন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতায় গরমের তীব্র দাপট চলছে। তাপমাত্রা ৩৭-৩৮ থেকে কখনও ছুঁযে ফেলছে ৩৯ ডিগ্রিও। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই আশঙ্কাজনক। এই অবস্থায় যাঁরা বাড়ির বাইরে কাজ করছেন, তাঁদের নানা সময়ে পড়তে হচ্ছে সমস্যায়। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন মাঝে মাঝেই। এই অবস্থায় ফের আরও একবার গরমের দাপটে এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে।

খবর পাওয়া গিয়েছে, প্রচণ্ড গরমে মৃত্যু হয়েছে কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মীর । বোরো ১১ দফতরের থেকে অসুস্থ অবস্থায় কাজে যোগ দিতে যান স্বপন ঘোষ। সেই সময় মাথা ঘুরে পড়ে যান বলে জানান তার সহকর্মীরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তাঁর মৃত্যু হয় । কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য বিভাগের ক্যাজুয়াল কর্মী ছিলেন তিনি ।

আরও পড়ুন: আর অপেক্ষা নয়, অবশেষে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গুরুদায়িত্ব দিল তৃণমূল!

সহকর্মীরা আজ পুরসভায় এসে স্বপনবাবুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি করেন। প্রাথমিক ভাবে বিষয়টি জানতেন না মেয়র। পরে জেনে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

দাবদহের এই পরিস্থিতিতে পুরকর্মীদের আলাদা করে পরামর্শও দেন তিনি। মেয়র ফিরহাদ হাকিম পুরকর্মীদের পরামর্শ দিয়ে বলেছেন, "সাবধানে কাজ করুন। বেলা ১২-৩ রোদে যতটা সম্ভব কম কাজ করুন। খুব প্রয়োজন প্রখর রোদে কর্মীদের সাবধানে কাজ করার পরামর্শ মেয়র ফিরহাদ হাকিমের।"

Published by:Uddalak B
First published:

Tags: Heat Wave