হোম /খবর /কলকাতা /
কলকাতায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হল ৪০ টি

কলকাতায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হল ৪০টি

তালিকা অনুযায়ী দশটি নতুন কন্টেইনমেন্ট যুক্ত হয়েছে। পুরনো তালিকার সঙ্গে একই আছে ৩০ টি কনটেইনমেন্ট জোন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: তালিকা অনুযায়ী দশটি নতুন কন্টেইনমেন্ট যুক্ত হয়েছে। পুরনো তালিকার সঙ্গে একই আছে ৩০ টি কন্টেইনমেন্ট জোন। পুরনো তালিকায় কন্টেইনমেন্ট জোন ছিল ৩৭ টি। সেই তালিকা থেকে সাতটি কন্টেইনমেন্ট বাদ গেছে। অর্থাৎ কলকাতা পুরসভার তালিকা অনুযায়ী নতুন করে সংক্রমিত এলাকায় যুক্ত হল ১০ টি।

★নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকা গুলি হল....১) ৭৪ নম্বর ওয়ার্ডের ১২ রাজা সন্তোষ রায় রোড।২) ৩১ নম্বর ওয়ার্ডের ১৬ বিপ্লবী বারীন ঘোষ সরণি।৩) ১০১ নম্বর ওয়ার্ডের  ৪ নম্বর গ্রিন পার্ক।
৪) ১০১ নম্বর ওয়ার্ডের জি-১০৪ বাঘাযতীন।৫) ১০১ নম্বর ওয়ার্ডের জি-৪৯ বাঘাযতীন।৬) ১০১ নম্বর ওয়ার্ডের ৫৪/১ ফুলবাগান রোড।৭) ১০১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর আশুতোষ পল্লী।৮) ৭৫ নম্বর ওয়ার্ডের ৪ এ চ্যাপেল রোড।৯) ৬৯ নম্বর ওয়ার্ডের ২৯ বি হাজরা রোড (গৌড়ীয় মঠের কাছে)।১০) ৬৯ নম্বর ওয়ার্ডের ৪ এ রেইনি পার্ক।নতুন সংক্রমিত এলাকার তালিকা অনুযায়ী কোন ক্ষেত্রে বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব এলাকার আধিক্য। একইভাবে তিন নম্বর বরোর পূর্ব কলকাতা ও মাথাব্যথার কারণ রয়ে গেছে। কলকাতা পুরসভার কাছে এখন চ্যালেঞ্জ পূর্ব কলকাতা ও দক্ষিণ-পূর্ব কলকাতা।

কলকাতা পুরসভার ১৬ টি বরোর মধ্যে কন্টেইনমেন্ট জোন রয়েছে মাত্র ৬টি বরোতে। মোট জোন রয়েছে ৪০ টি। বাকি ১০ টি বরো কনটেইনমেন্ট মুক্ত জোন। সেই বরো গুলো হল ১, ২, ৪, ৫, ৬, ৭ , ১০ ,১১, ১৪ ও ১৫ ।সবথেকে বেশি কন্টেইনমেন্ট জোন আছে দক্ষিণ পূর্ব কলকাতার ১২ নম্বর বরোতে। এই বরোতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৪ টি। এর পেছনেই রয়েছে পূর্ব কলকাতার তিন নম্বর বরো। এই বরোতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৩ টি। এরপর ৯ নম্বর বরোতে রয়েছে ৭ টি কনটেইনমেন্ট জোন। ৮ নম্বর বরোতে রয়েছে ৩ টি কন্টেইনমেন্ট জোন । ১৩ নম্বর বরোতে রয়েছে দুটি ও ১৬ নম্বর বরোতে একটি কনটেইনমেন্ট জোন।ওয়ার্ড হিসেবে এগিয়ে বাঘাযতীন-পাটুলির ১০১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে তেরোটি কন্টেইনমেন্ট জোন রয়েছে। এর পরেই রয়েছে বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ড সেখানে রয়েছে ছটি কনটেইনমেন্ট জোন । একইভাবে অভিজাত এলাকা বালিগঞ্জের ৬৯ নম্বর ওয়ার্ডে তিনটি কনটেইনমেন্ট জোন রয়েছে।কলকাতা পৌরসভার নতুন তালিকা অনুযায়ী বস্তির প্রায় দ্বিগুণ রয়েছে বহুতল। নতুন তালিকা অনুযায়ী চারটি বস্তি এলাকায় রয়েছে কন্টেইনমেন্ট জোন। এগুলি ৩৩ নম্বর ওয়ার্ডের ৯৮ বি সুরেন সরকার রোড। 109 ওয়ার্ডের মুকুন্দপুর দীনেশ নগর। ৩০ নম্বর ওয়ার্ডের উমেশচন্দ্র ব্যানার্জি রোড। এবং ৩৩ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা মিলন মন্দিরের কাছে সুরেন সরকার রোড।কলকাতা পুরসভার নতুন তালিকা অনুযায়ী কন্টেইনমেন্ট জোনে বস্তি যেখানে চারটি সেখানে বহুতল রয়েছে আটটি। এছাড়াও নতুন তালিকায় মিক্সড এরিয়া রয়েছে ১৩ টি । ফ্ল্যাট রয়েছে সাতটি। মাল্টিপিল-প্রেমিসেস রয়েছে সাতটি এবং বাজার এলাকা রয়েছে মাত্র একটি।
Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus