#কলকাতা: লকডাউন চলাকালীন টিউশন ফি'র পাশাপাশি অন্যান্য ফি কেন নেওয়া হচ্ছে বেসরকারি স্কুলগুলোর তরফে ? তা জানতে এবার বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর ।
রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের কাছে বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবক ফোরামের তরফে অভিযোগ জমা পড়েছে । টিউশন ফি বাদে কম্পিউটার ফি, ডেভেলপমেন্ট ফি ,পরিবহন ফি-সহ একাধিক ফি নেওয়া হচ্ছে এই লকডাউনের সময় , এমনই অভিযোগ । লকডাউন চলাকালীন অনেক অভিভাবকরাই অর্থনৈতিক সমস্যায় পড়েছে । তা বোঝা সত্ত্বেও কেন বেসরকারি স্কুল গুলি অভিভাবকদের থেকে বাড়তি ফি গুলো নিচ্ছে , সেটাই মূলত জানতে চাওয়া হবে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে । তবে তার আগে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে কথা বলবে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর । শুক্রবার ক্রেতা সুরক্ষা দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ।
কখনও ফি বৃদ্ধির , আবার কখনও টিউশন ফি ছাড়া অন্যান্য ফি নেওয়া , লাগাতার বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ আন্দোলন করছেন । লকডাউন চলাকালীন কেন বেসরকারি স্কুল গুলি ফি বৃদ্ধি করেছে তা নিয়ে সরব অভিভাবকরা । যদিও এপ্রিল মাসের গোড়াতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে বেশিরভাগ বেসরকারি স্কুল চলতি শিক্ষাবর্ষে আর ফি বৃদ্ধি করেনি । কিন্তু টিউশন ফি ছাড়া অন্যান্য ফি দিতে হবে বলে বিভিন্ন বেসরকারি স্কুলের তরফ অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে । যা নিয়েই মূলত বিভিন্ন স্কুলের অভিভাবকদের স্কুলের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছে । বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবকরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন যেখানে লকডাউন চলাকালীন স্কুল বন্ধ রয়েছে সেখানে টিউশন ফি ছাড়া অন্যান্য ফি কেন নেওয়া হচ্ছে ?
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বেসরকারি স্কুলগুলোর কাছে আবেদন রেখেছেন যাতে অযথা ফি বৃদ্ধি না করা হয় । মুখ্যমন্ত্রী , শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বেসরকারি স্কুলগুলি চলতি শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি না করলেও , টিউশন ফি ছাড়া অন্যান্য ফি যেমন লাইব্রেরী লাইব্রেরী পরিবহন-সহ একাধিক ফি নিচ্ছে । স্কুল শিক্ষা দফতরের প্রশ্ন ইতিমধ্যেই কোনও কোনও স্কুল বৃদ্ধি করেছে । আর যারা ফি বৃদ্ধি করছে তাড়া কোন খাতে তা বাড়াচ্ছে তার রিপোর্ট দিতে হবে । সেই রিপোর্ট জমা পড়েছে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে । কিন্তু বারবার অভিভাবকদের আন্দোলন হলেও টিউশন ফি ছাড়া অন্যান্য ফি এখনও বৃদ্ধি করেনই কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ বেসরকারি স্কুলই ।
রাজ্য স্কুল শিক্ষা দফতরে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন একাধিক বেসরকারি স্কুলের অভিভাবক ফোরামের সদস্যরা । সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার বেসরকারি স্কুলগুলির সঙ্গে আলোচনায় বসতে চায় রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর ।
SOMRAJ BANDOPADHYAY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Consumer Forum, Fees Hike, West Bengal based privet school