• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মানসকে শোকজের সিদ্ধান্ত কংগ্রেসের, পরবর্তী পদক্ষেপ কি সাসপেনশন?

মানসকে শোকজের সিদ্ধান্ত কংগ্রেসের, পরবর্তী পদক্ষেপ কি সাসপেনশন?

আশঙ্কা, ইঙ্গিত দুই ছিল ৷ PAC বিতর্কে মানস ভুঁইঞ্যাকে এবার শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড ৷

আশঙ্কা, ইঙ্গিত দুই ছিল ৷ PAC বিতর্কে মানস ভুঁইঞ্যাকে এবার শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড ৷

আশঙ্কা, ইঙ্গিত দুই ছিল ৷ PAC বিতর্কে মানস ভুঁইঞ্যাকে এবার শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: আশঙ্কা, ইঙ্গিত দুই ছিল ৷ PAC বিতর্কে মানস ভুঁইঞ্যাকে এবার শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড ৷ এদিন রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন, শৃঙ্খলাভঙ্গের অপরাধে সবংয়ের বিধায়ককে শোকজের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ৷

  PAC চেয়ারম্যান পদ নিয়ে প্রথম দিন থেকেই চলছে নাটক ৷ দলের আপত্তি সত্ত্বেও PAC চেয়ারম্যান পদ গ্রহণ করে দলকে চুড়ান্ত অস্বস্তিতে ফেলেন সবংয়ের বিধায়ক ৷ সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটে চেয়ারম্যান পদ গ্রহণই নয় দলনেতার শত উপরোধ এবং অনুরোধে পরেও নিজের সিদ্ধান্তে অনড় মানস ভুঁইঞ্যা ৷

  দলনেতা আবদুল মান্নান ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে ঠান্ডা লড়াইয়ে মেতেছেন মানস ৷ একাধিক বার ইমেল, এসএমএস চালাচালি করে অধীর চেয়ারম্যান পদ থেকে মানসকে ইস্তফা দেওয়ার কথা বললেও নিজের অবস্থান থেকে এক চুলও নড়ানো যায়নি প্রবীণ এই রাজনীতিবিদকে ৷ চেয়ারম্যানের পদ আঁকড়ে থেকেই প্রকাশ্যে দলনেতা ও সভাপতির উপর ক্ষোভ উগরে দিয়েছেন ৷ সাসপেনশনের ভয় দেখিয়েও কাজ হয়নি ৷

  অবশেষে দলের শৃঙ্খলা রক্ষার জন্য মানসকে শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস ৷ ‘দলবিরোধী কাজ করছেন মানস’ রাহুলের কাছে এই অভিযোগ করেন অধীর-মান্নান ৷ একইসঙ্গে দলের শৃঙ্খলা রক্ষার জন্য মানসকে শোকজের প্রস্তাব দেন সভাপতি অধীর ও দলনেতা মান্নান ৷ অধীর জানিয়েছেন, শোকজের প্রস্তাবে সবুজ সংকেত দেন রাহুল গান্ধি ৷ অধীর-মান্নানের সঙ্গে বৈঠকে রাহুল জানান, ‘দলে কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত নয় ৷’

  এব্যাপারে মানস ভুঁইঞ্যার প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘দল আগে তাড়াক ৷ তাড়িয়ে না দিলে কংগ্রেস ছাড়ব না ৷’

  কংগ্রেস পরিষদীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী PAC চেয়ারম্যান পদ জোটসঙ্গী বামেদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রদেশ কংগ্রেস ৷ PAC চেয়ারম্যান পদের জন্য কংগ্রেসের তরফে নাম প্রস্তাব করা হয় বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর ৷ সাংবিধানিক ত্রুটিতে স্পিকার সুজনের পরিবর্তে PAC চেয়ারম্যানের পদ দেন মানস ভুঁইঞ্যাকে ৷ দলের আপত্তি সত্ত্বেও তা গ্রহণ করেন মানস ৷ আর সেখান থেকেই শুরু এই বিধানসভার PAC বিতর্ক ৷

  First published: