#কলকাতা: ইঙ্গিত মতোই পঞ্চায়েত ভোট ঘিরে লড়াই গড়াল আদালতে ৷ এক নয়, এবার পঞ্চায়েতে সুষ্ঠু মনোনয়ন চেয়ে জোড়া মামলা দায়ের আদালতে ৷ বিজেপির পথেই সুষ্ঠ পঞ্চায়েত ভোট চেয়ে কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক দাবী নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল কংগ্রেস ৷ এর আগে একই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে বিজেপি ৷
বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করে কংগ্রেস ৷ কংগ্রেসের হয়ে সুষ্ঠ পঞ্চায়েত ভোট চেয়ে হাইকোর্টে সওয়াল করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধী দলের নেতা-কর্মীরা কিভাবে সংঘর্ষ ও হামলার শিকার হচ্ছেন, তা তুলে ধরেন তিনি। শুক্রবার মামলার সম্ভাব্য শুনানির দিন।
তবে হাইকোর্টে কংগ্রেসের দায়ের করা এই মামলা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে ৷ শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে একই দাবিতে মামলা দায়ের করেছে বিজেপি ৷ সুপ্রিমকোর্ট আজ সেই মামলা গ্রহণ করে ৷ সেই মামলার শুনানির দিনও নির্ধারিত হয়েছে শুক্রবার ৷ সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশে সন্ত্রাসের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Congress has filed case on panchayat election, Panchayat Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election