কলকাতা: মধ্য কলকাতা জুড়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। এই অভিযোগে ডিসি অফিস ঘেরাও অভিযান করলো প্রদেশ কংগ্রেস। নেতৃত্বের অভিযোগ, মদ, জুয়ার রমরমা চলছে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায়। পুলিশ জেনেও কিছু করছে না। এরফলে, কলকাতায় অসমাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। তাই, দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে মধ্যে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ কুমারের অফিস ঘেরাও করা হয় কংগ্রেসের তরফে।
তার আগে সোমবার ওয়েলিংটন মোড় থেকে মিছিল করা হয়। কলকাতা জুড়ে মদ, গাঁজা, হেরোইন সহ অন্যান্য ড্রাগস, এবং জুয়া ও লটারির অবৈধ বিক্রির অভিযোগ তোলা হয়। প্রদেশ কংগ্রেসের মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুমন পাল বলেন, "সমগ্র মধ্য কলকাতা জুড়ে মদ, গাঁজা, হেরোইন সহ অন্যান্য ড্রাগস, এবং জুয়া ও লটারির অবৈধ বিক্রির রমরমা চলছে। যত্রতত্র অবৈধ পার্কিং, চুরি ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়া, এবং মধ্য কলকাতার সমাজবিরোধীদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে। এরআগে বহুবার থানা ভিত্তিক অভিযোগ জানানো হয়েছে। কিন্তু, পুলিশ কোনও কাজ করেনি। মধ্য কলকাতার বিভিন্ন ওসিরা দলদাসে পরিণত হয়েছে। ১০-১২ দিনের মধ্যে পুলিশের কোনও পদক্ষেপ না দেখতে পাওয়া গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কলকাতা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।"
আরও পড়ুন - Dinking Water Problem: ১২ বছর আগে তৈরি জলের ট্যাঙ্কই শুধু রয়েছে, পরিশ্রুত জল কোথায়, তারপর...
এদিন বিক্ষোভ মিছিলের পর মধ্যে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ কুমারের কাছে স্মারলিপি জমা দেন কংগ্রেস প্রতিনিধিরা। ৬ জনের প্রতিনিধি দল দীনেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর জানান, ডিসি জানিয়েছেন তিনি অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন। না নিলে আগামী দিনে কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার হুশিয়ার দেওয়া হয়েছে।
আরও পড়ুন - Budget Session of KMC: পুরসভার বাজেট অধিবেশন, থোড়াই তোয়াক্কা, কেউ খেলছেন গেম, কেউ দেখছেন ফোন, তারপর...
শুধুমাত্র রাজ্য ও জাতীয় ভিত্তিক আন্দোলন নয়। আঞ্চলিক স্তরেও আন্দোলন করে সাধারণ মানুষের বিশ্বাস জিততে চাইছে কংগ্রেস। তারই অংশ হিসেবে এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে এরকম কর্মসূচি আরও বৃদ্ধি করা হবে বলে দলীয় সূত্রে খবর। সাগরদিঘী তে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জেতার পর থেকে খুব স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস বেড়েছে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের মধ্যে। পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে গ্রামে উপস্থিতি জানান দিতে বেশকিছু কর্মসূচি নিতে চলেছে নেতৃত্ব। তবে সমান্তরাল ভাবে শহরেও লাগাতার প্রচার আন্দোলন করার উপরেও জোর দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে
UJJAL ROYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Kolkata, Kolkata Police