কলকাতা: বাম ফ্রন্টের সঙ্গে জোটের সম্ভাবনা গতকালই নেই বলে জানানো হয়েছিল । আজ পশ্চিমবঙ্গের ১১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেস। একনজরে দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা ।
১. মুর্শিদাবাদ (MURSHIDABAD)
প্রার্থী আবু হেনা
২.বহরমপুর (BAHARAMPUR)
প্রার্থী অধীররঞ্জন চৌধুরী
৩.জঙ্গিপুর (JANGIPUR)
প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়
৪.মালদহ দক্ষিণ (MALDAHA DAKSHIN)
প্রার্থী আবু হাসেম খান চৌধুরী
৫.মালদহ উত্তর (MALDAHA UTTAR)
প্রার্থী ঈশা খান চৌধুরী
৬.বালুরঘাট (BALURGHAT)
প্রার্থী সাদিক সরকার
৭.রায়গঞ্জ (RAIGANJ)
প্রার্থী দীপা দাশমুন্সি
৮.দার্জিলিং (DARJEELING)
প্রার্থী শঙ্কর মালাকার
৯.জলপাইগুড়ি (JALPAIGURI )
প্রার্থী মণি ডারনাল
১০.আলিপুরদুয়ার (ALIPURDUAR)
প্রার্থী মোহললাল বসুমাতা
১১.কোচবিহার (COOCHBEHAR )
প্রার্থী পিয়া রায়চৌধুরী