হোম /খবর /কলকাতা /
অনেক টালবাহানার পর ১৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের! দেখুন তালিকা...

অনেক টালবাহানার পর ১৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের! দেখুন তালিকা...

অন্যদিকে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে নির্বাচনী বন্ড থেকে কংগ্রেসের সংগ্রহ ৩৮৩ কোটি টাকা৷ ২০১৯-২০ সালে স্বেচ্ছায় অনুদান হিসেবে ৪৬৯ কোটি টাকা পেয়েছে কংগ্রেস৷ তার মধ্যে ৩১৮ কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড থেকে৷

অন্যদিকে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে নির্বাচনী বন্ড থেকে কংগ্রেসের সংগ্রহ ৩৮৩ কোটি টাকা৷ ২০১৯-২০ সালে স্বেচ্ছায় অনুদান হিসেবে ৪৬৯ কোটি টাকা পেয়েছে কংগ্রেস৷ তার মধ্যে ৩১৮ কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড থেকে৷

বামেরা নিজেদের প্রথম দু'দফা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জোট হয়েছে তিন দলের। ইতিমধ্যেই বামেরা নিজেদের প্রথম দু'দফা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। এবার কংগ্রেসও প্রকাশ করল তাঁদের প্রার্থীতালিকা। তবে, পূর্ণাঙ্গ নয়, আপাতত মাত্র ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল তাঁরা। দীর্ঘ টালবাহানার পর বাম–কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটে জট কেটেছে। গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠকের পর মেলে রফাসূত্র। অন্তত আসন সংখ্যার নিরিখে ঐকমত্যে পৌঁছেছে জোট শিবিরের তিন শরিক। শেষমেশ ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ কংগ্রেসের।

একনজরে দেখুন কে কোন আসনের প্রার্থী

পাথরপ্রতিমা- সুখদেব বেরাকাকদ্বীপ- ইন্দ্রনীল রাউতময়না- মানিক ভৌমিক

ভগবানপুর- শিউ মাইতিএগরা- মানস কুমার করমহাপাত্রখড়গপুর সদর- সমীর রায়সবং- চিরঞ্জীব ভৌমিকবলরামপুর- উত্তম বন্দ্যোপাধ্যায়বাঘমুণ্ডি- নেপাল মাহাতোপুরুলিয়া- পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়বাঁকুড়া- রাধারাণী বন্দ্যোপাধ্যায়বিষ্ণুপুর- দেবু চট্টোপাধ্যায়কোতুলপুর- অক্ষয় সাঁতরা

সূত্রের খবর, বামেরা ১৬৫, কংগ্রেস ৯২ ও আইএসএফ ৩৭ আসনে লড়তে চলেছে। যদিও আইএসএফ এখনও প্রতীক না পাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে জোটের অন্দরেই। সবচেয়ে বড় শরিক বামফ্রন্ট লড়ছে ১৬৫ আসনে। নিজেদের দাবি মতো কংগ্রেস পাচ্ছে ৯২ আসনই। আর আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করবে ৩৭ আসনে। বাম শরিকদের মধ্যে বৃহত্তম দল সিপিএম একাই লড়ছে ১৩০ আসনে। দ্বিতীয় বৃহত্তম বাম দল ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫ আসনে। আরএসপির ভাগে পড়েছে ১১ টি আসনে। সিপিআই প্রার্থী দেবে ৯ টি আসনে।

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal Assembly Election 2021