corona virus btn
corona virus btn
Loading

জাঁকিয়ে শীত কলকাতায়, মরশুমের শীতলতম দিন আজ

জাঁকিয়ে শীত কলকাতায়, মরশুমের শীতলতম দিন আজ
Representational Image

শীত শেষপর্যন্ত এসে পড়েছে শহরে ৷

  • Share this:

#কলকাতা: শহরে ঠাণ্ডা পড়লেও তা খুব বেশিদিন স্থায়ী হচ্ছিল না ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মাঝেমধ্যেই শীত এসেও আবার ফিরে যাচ্ছিল ৷ অবশেষে নতুন বছরের শুরুতেই কলকাতাবাসীর জন্য সুখবর ৷ শীত শেষপর্যন্ত এসে পড়ল শহরে ৷ আজ, বুধবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.৭ ডিগ্রি সেলিসিয়াসে ৷

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী ক’দিন আরও নামবে পারদ ৷ শহরের আকাশ একেবারেই পরিষ্কার ৷ পশ্চিমী ঝঞ্জার কোনও আশঙ্কা নেই ৷ গত ২৭ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে ৷ আজ তার থেকেও কম তাপমাত্রা ৷ আগামীকাল, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে ৷

ঘূর্ণাবর্ত সরে সক্রিয় উত্তুরে হাওয়া ৷ তার জেরেই তাপমাত্রার পারদ নামছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী দু’ দিনে জেলার তাপমাত্রাও আরও নীচে নামবে ৷  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে ৷

দক্ষিণবঙ্গে শীত ফেরার পাশাপাশি ঘন কুয়াশাচ্ছন্ন উত্তরের আলিপুর দুয়ার,ডুয়ার্স অঞ্চল ৷ কুয়াশায় ঢাকা জাতীয় সড়ক,রেল লাইন ৷ দৃশ্যমানতা কম থাকায় যান চলাচল বিঘ্নিত ৷ দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন ৷ অস্বাভাবিক দেরিতে চলছে কামরূপ এক্সপ্রেস,ব্রহ্মপুত্র মেল, অবধ-অসম এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপ দার্জিলিং মেল, আপ পদাতিক এক্সপ্রেস এবং আপ কাঞ্চন কন্যা এক্সপ্রেস ৷

First published: January 3, 2018, 9:53 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर