#কলকাতা: ফের শতাব্দী এক্সপ্রেসের খাবার নিয়ে বিপত্তি। এবার চিকেন বিরিয়ানিতে মিলল আরশোলা! পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের খাবার নিয়ে অভিযোগ নাগেরবাজারের বাসিন্দা পিনাকি সাহার। নিউজ18 বাংলার খবরের জেরে তদন্তের নির্দেশ দিয়েছে আইআরসিটিসি।
আরও পড়ুন: 'দিদি, চা-ওয়ালাকে এত ভয় কেন?', জলপাইগুড়ির জনসভায় কটাক্ষ মোদির
চিকেন বিরিয়ানিতে আরশোলা! যাত্রীদের খাবার নিয়ে আবারও কাঠগড়ায় শতাব্দী এক্সপ্রেস। লাঞ্চের চিকেন বিরিয়ানিতে পাওয়া গেল আরশোলা!
দমদমের নাগেরবাজারের বাসিন্দা পিনাকি সাহা পুরী থেকে পরিবার নিয়ে ফিরছিলেন। পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সি টু কোচে ছিলেন তিনি। লাঞ্চের চিকেন বিরিয়ানি খুলতেই চোখ কপালে ওঠে। চিকেন বিরিয়ানিতে মরা আরশোলা।
আরও পড়ুন: চিটফাণ্ড তদন্তে কাউকে রেয়াত নয়, জলপাইগুড়িতে বার্তা মোদির
এর আগেও খাবার নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে শতাব্দী এক্সপ্রেসে। আগেও একবার যাত্রীদের খাবারে আরশোলা পাওয়া যায়। কখনও আবার খাবারে মিলেেছ মাকড়শাও।
গত বছর শতাব্দী এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার অভিযোগও ওঠে। অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয় কয়েকজন যাত্রীকে।
আরও পড়ুন: ২ রাজ্যে বিষমদ খেয়ে মৃত ৩৮, আশঙ্কাজনক বহু
দায়িত্বপ্রাপ্ত সংস্থা আইআরসিটিসি খাবারে আরশোলা থাকার কথা স্বীকার করেছে। তবে আইআরসিটিসি-র দাবি,
- রান্নার সময় খাবারে আরশোলা পড়েনি - পরে কোনও ভাবে আরশোলা উড়ে এসে খাবারে পড়ে - এরপর যাত্রীর খাবার বদলে দেওয়া হয়
আইআরসিটিসি-র গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।