কলকাতা: কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং। বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় সিবিআই অফিসে তাঁদের তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।
কয়েকঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়া যাওয়া এবং তদন্তকারীদের সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নগদে টাকা নিতেন ধৃতরা।
এছাড়াও তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়। সেখানে পরে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের আগামিকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
অভিযোগ, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অনুপ মাঝি এবং তাদের সহযোগীরা ইসিএলের কয়লাখনি থেকে অবাধে কয়লা পাচার করেছে। এই কাজে মদত দিয়েছে ইসিএলের কয়েকজন আধিকারিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের একাংশ।
আরও পড়ুন, সাবধান! এমন নম্বর থেকে WhatsApp-এ কি মিস কল আসছে? জানুন কত বড় বিপদ সামনে
আরও পড়ুন, ‘গ্রেফতার অসাংবিধানিক’, ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
ইতিমধ্যে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে ইসিএলের তৎকালীন কর্মরত একাধিক আধিকারিকের নাম রয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীদের নাম রয়েছে। এই মামলায় নাম উঠে এসেছে বিনয় মিশ্রেরও। এদিন এই মামলায় গ্রেফতার হওয়া ইসিএল আধিকারিক এবং সিআইএসএফ জওয়ান দীর্ঘদিন ধরেই সিবিআই নজরে ছিলেন। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব না দেওয়া এবং এড়িয়া যাওয়ার অভিযোগের পরেই তাদের গ্রেফতার করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI