• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সিএমআরআই হাসপাতালে তাণ্ডব, আতঙ্কে রোগী ও তাঁদের পরিবার

সিএমআরআই হাসপাতালে তাণ্ডব, আতঙ্কে রোগী ও তাঁদের পরিবার

সিএমআরআই-এ ভাঙচুরের ঘটনায় আতঙ্কে অন্য রোগী ও তাঁদের আত্মীয়রা।

সিএমআরআই-এ ভাঙচুরের ঘটনায় আতঙ্কে অন্য রোগী ও তাঁদের আত্মীয়রা।

সিএমআরআই-এ ভাঙচুরের ঘটনায় আতঙ্কে অন্য রোগী ও তাঁদের আত্মীয়রা।

 • Share this:

  #কলকাতা: সিএমআরআই-এ ভাঙচুরের ঘটনায় আতঙ্কে অন্য রোগী ও তাঁদের আত্মীয়রা। বুধবার চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েন  অনেকেই। বিক্ষুব্ধদের তাণ্ডবে দীর্ঘক্ষণ বন্ধ থাকে হাসপাতালের আউটডোর বিভাগ। ভাঙচুরের জেরে রোগীদের অ্যাডমিশন ও ডিসচার্জও বন্ধ রাখতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিদিনের মতোই বুধবার সকালে রোগী ও তাঁদের পরিবারের ভিড় ছিল একবালপুরের সিএমআরআই হাসপাতালে। সকাল আটটা নাগাদ সবে খুলেছিল আউটডোর বিভাগ। তখনই শুরু হয় তাণ্ডব। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের একতলায় ভাঙচুর চালায় মৃত কিশোরীর পরিবারের লোকেরা। তাণ্ডবে ব্যহত পরিষেবা - তাণ্ডবের জেরে সকাল ৮টা থেকে বেলা ৩টে পর্যন্ত ব্যহত হয় হাসপাতালের আউটডোর পরিষেবা - অ্যাডমিশন ও ডিসচার্জ কাউন্টারে ভাঙচুরে বন্ধ ছিল রোগী ভরতি - দীর্ঘক্ষণ ডিসচার্জও করা যায়নি কোনও রোগীকে - একতলায় ভাঙচুর হওয়ায় কোনও অস্ত্রোপচার অবশ্য বন্ধ করতে হয়নি চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েন রোগী ও তাঁদের পরিবারের লোকেরাও। ভাঙচুরের মধ্যে অনেকের চোখেমুখেই আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। একই দশা হাসপাতালের কর্মীদের। হাসপাতালের তরফে গাফিলতি থাকুক বা না থাকুক, তাণ্ডবের জেরে এখনও আতঙ্কে সিএমআরআই-এ ভরতি রোগী ও তাঁদের পরিজনরা।

  First published: