#কলকাতা:শেষমুহূর্তে স্থগিত অক্সফোর্ডের অনুষ্ঠান ৷ অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এদিন বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই অনুষ্ঠানটিই আপাতত স্থগিত হওয়ার খবর ট্যুইট করে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর ৷
ট্যুইটে বলা হয়েছে, একদম শেষ মুহূর্তে কিছু সমস্যার কারণে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা ৷ ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিয়নের তরফে সেই কথা জানানো হয় ৷ গত জুলাই মাসে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার কারণে সশরীরে যাওয়া সম্ভব না হওয়ায় ভার্চুয়ালিই এই অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ 'কন্যাশ্রী', 'রূপশ্রী', 'কৃষক বন্ধু', 'দুয়ারে বাংলা'র মতো রাজ্য সরকারের একাধিক জনহিতকর প্রকল্প তিনি তুলে ধরতেন অক্সফোর্ডের পড়ুয়াদের সামনে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু প্রশ্ন করার কথা ছিল পড়ুয়াদের ৷ অনলাইনে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য প্রায় ৬০০ প্রশ্ন জমা করেছিলেন পড়ুয়ারা ৷
While Hon' ble Chief Minster of West Bengal, Mamata Banerjee, was scheduled to address the Oxford Union debating society today afternoon, the organizers have suddenly sought postponement and re- scheduling of the programme at the last moment!
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) December 2, 2020
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্পের সাফল্য এর আগেও আন্তর্জাতিক সম্মান এনেছে এই বাংলায় ৷ এই প্রথম দেশের কোনও মহিলা নেত্রী-মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে অক্সফোর্ডের বিতর্ক সভার আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্গারেট থ্যাচার, নোবেল জয়ীদের পাশাপাশি অক্সফোর্ডের বিতর্কসভার বক্তার তালিকায় অন্তর্ভুক্ত হতেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷