#মেদিনীপুর: মোদির জনসভায় অস্থায়ী ছাউনির ছাদ ভেঙে দুর্ঘটনা ৷ প্রধানমন্ত্রীর পর এবার আহতদের দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে গুরুতর আহতদের জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷
মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ সভা। অথচ, সেই সভাতেই তুমুল বিশৃঙ্খলা। দর্শকাসনের অস্থায়ী ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় আহতের হন ৯৩ জন ৷ এর মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷
আরও পড়ুন
এদিন খড়গপুরে না গিয়ে আহত বিজেপি কর্মী-সমর্থকদের দেখতে মেদিনীপুর হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আহতদের সকলের সঙ্গে কথা বলার পর তাদের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন তিনি ৷ ঘটনার দিনই ট্যুইট করে আহতের জন্য আর্থিক সাহায্যের কথা বলেছিলেন ৷ এদিন সেই প্রতিশ্রুতি মতোই গুরুতর জখম তিনজনের জন্য এক লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Canopy collapse at Modi's Rally, CM Mamata Banerjee, Medinipur, PM Narendra Modi