হোম /খবর /কলকাতা /
সরস্বতী পুজোয় নিজের কলেজ যোগমায়া দেবী-তে মমতা, আপ্লুত পড়ুয়ারা, সেলফির আবদার

সরস্বতী পুজোয় নিজের কলেজ যোগমায়া দেবী-তে মুখ্যমন্ত্রী, আপ্লুত পড়ুয়ারা, সেলফির আবদার

যোগমায়া দেবী কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ। বলা বাহুল্য, এই কলেজের প্রতি মমতার আলাদা টান

  • Share this:

#কলকাতা: রেড রোড থেকে বাড়ি ফেরার পথে, হাজরায় যোগমায়া দেবী কলেজে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজে মুখ্যমন্ত্রীকে দেখে খুশি ছাত্র-ছাত্রীরা। যোগমায়া দেবী কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ। বলা বাহুল্য, এই কলেজের প্রতি মমতার আলাদা টান। এদিন মুখ্যমন্ত্রীকে পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা। অনেকেই সেলফি তুলতে চান। মুখ্যমন্ত্রী পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন। একই সঙ্গে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানান।

অন্যদিকে, বুধবার থেকেই কার্যত সেজে উঠেছে রাজভবন। চারদিকে আলপনা দেওয়া হয়।বুধবার রাতেই রাজভবনের কর্মীরা এই আলপনা দিলেন। যা ঘিরে রাজভবনে এক নয়া ইতিহাস রচিত হলে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। অতীতে রাজভবনে এইভাবে আলপনা দেওয়ার নজির নেই যেখানে একই দিনে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো দুই রয়েছে। আর এই দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষায় হাতে খড়ি করবেন যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Mamata Banerjee