• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘বাংলা সিনেমার মহীরুহের পতন’, মৃণাল সেনের মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘বাংলা সিনেমার মহীরুহের পতন’, মৃণাল সেনের মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

File Photo

File Photo

 • Share this:

  #কলকাতা: সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল ৷ বাংলা সিনেমার তিন টলস্টয়ের শেষ তারাটিও খসে গেল ৷ বছর শেষে আরও এক দুসংবাদ ৷ চলে গেলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে ৷

  মৃণাল সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইট করে তিনি বলেন, ‘বাংলা সিনেমার মহীরুহের পতন ৷ মৃণাল সেনের পরিবারকে সমবেদনা জানাই ৷’

  রবিবার সকালে নিজের বাড়িতেই জীবনাবসান হয় বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ৷ বার্ধক্যজনিত রোগে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি ৷

  পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন মৃণাল সেন ৷ দাদাসাহেব ফালকে পুরস্কারও পান তিনি ৷ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার পান ৷ অন্যদিকে, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারও পান মৃণাল সেন ৷

  First published: