#কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের আজ ভূমি পুজো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে রাম মন্দিরের৷ এ হেন দিনে ট্যুইটারে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো। (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020
এ দিন ট্যুইটারে মমতা লিখলেন, 'হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান৷ মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।'
আজ অর্থাত্ বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলছে৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যবাসী উত্সব থেকে বঞ্চিত হলেন৷ বিভেদ তৈরি করছে রাজ্য সরকার৷ একদিন আগে বা পরে লকডাউন করা যেত৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Ram Mandir