#কলকাতা: শামি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা অনেক আগেই প্রকাশ করেছিলেন স্ত্রী হাসিন জাহান ৷ তাঁর সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে ৷ ২৩ তারিখ, শুক্রবার মহম্মদ শামির স্ত্রী-র সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী ৷ ওইদিন বিকেল ৩টে নাগাদ হাসিনের সঙ্গে দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
শামি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তিনি তাঁর পাশে চান বলে আগেই জানিয়েছিলেন হাসিন ৷ দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জিও জানান তিনি। শেষপর্যন্ত তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে চলতি সপ্তাহেই ৷ এদিকে তদন্ত করতে দুবাই যেতে চায় কলকাতা পুলিশ। এই মর্মে স্বরাষ্ট্র দফতরের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mamata Banerjee, Mohammad Shami