#মালদহ: দেশে পরপর ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ স্টেডিয়ামের জনসভায় বিজেপি সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, পিপিএফে সুদ কমিয়ে আসলে লুঠ হওয়া টাকার ঘাটতি মেটানোর পরিকল্পনা করা হয়েছে। তাঁর কটাক্ষ, দেশে লুঠেরাদের রাজত্ব চলছে। এমন বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে মোদির পদত্যাগও দাবি করেছেন মমতা।
পিএনবি থেকে সাড়ে এগারো হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশছাড়া হিরে সংস্থার কর্তা। একই অভিযোগ রোটোম্যাক সংস্থার কর্তা বিক্রম কোঠারির বিরুদ্ধেও। দুই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জেলা সফরে নিয়ম করে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না।
তিনি বলেন,
সোমবারই পিপিএফে সুদের হার ০.০২ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা। তাঁর অভিযোগ, জনগণের উপর বোঝা বাড়িয়েই ব্যাঙ্কের ঘাটতি মেটানোর পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন,
কেন্দ্রের আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েও গর্জে উঠেছিলেন মমতা। নীরব মোদির ঘটনায় আধার কার্ড নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন মমতা।
মালদহের মঞ্চ থেকে নেত্রীর অভিযোগ,
নীরব মোদির প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পরপরই পিপিএফে সুদের হার কমানোর ঘোষণা। যার প্রভাব পড়েছে জোরালো। আর তাকেই সুকৌশলে কাজে লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, PM Narendra Modi, PPF Interest, Reducing PPF Interest