#কলকাতা: পরীক্ষার দিন বামেদের ডাকা ৬ ঘণ্টার বনধের তীব্র বিরোধীতা করবে রাজ্য সরকার ৷ ‘কোনও ধর্মঘট হবে না’, বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
পঞ্চায়েতে মনোনয়ন পেশে অবাধ হিংসা ৷ অভিযোগ, শাসক দলের বাধা ও হিংসায় মনোনয়ন পেশ করতে পারেননি বিরোধীরা ৷ কমিশন মনোনয়ন পেশের সময় বাড়িয়েও কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন ৷ আদালতের দ্বারস্থ হয়েও লাভজনক কোনও ফল পায়নি বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টে এদিন ধাক্কার পর এবার পঞ্চায়েতে মনোনয়ন পর্বে হিংসা ও শাসক দলের বাধার প্রতিবাদে ৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রণ্ট ৷
আগামী ১৩ এপ্রিল তৃণমূলের হিংসার প্রতিবাদে সকাল ৬ থেকে বেলা ১২টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির ৷ ছ’ঘণ্টার এই ধর্মঘট নিয়ে উঠেছে প্রশ্ন ৷ রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনও বাকি বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরের পরীক্ষা ৷
পরীক্ষার দিন বামেদের ডাকা এই বনধের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এইসব বামেদের নাটক ৷ ১৩ এপ্রিল বাস, ট্যাক্সি সব চলবে ৷ সচল থাকবে সমস্ত পরিবহন ব্যবস্থা ৷’
পরীক্ষা সূচি অনুযায়ী ১৩ এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বর্ধমান ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Left Front Strike, North Bengal Panchayat Election 2018, Panchayat Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, Strike in 13th April