#কলকাতা: রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে এবার সারাক্ষণ থাকবে পুলিশ ক্যাম্প। রোগী মৃত্যু ও তার জেরে চিকিৎসককে মারধর করার ঘটনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি গোটা ঘটনাটা শুনেছি। জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হয়েছে। এভাবে হাসপাতালে ঢুকে পড়ে ভাঙচুর করা, জুনিয়র ডাক্তারদের মারধর করা বরদাস্ত করা হবে না। ওখানে একটা পুলিশ আউটপোস্ট থাকার কথা। তারা কী করছিল সেই কৈফিয়তও চেয়েছি। এত টাকা খরচ করে একটা ট্রমা সেন্টার বানানো হয়েছে। সেটায় ভাঙচুর করেছে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।"
আরও পড়ুন: বেহালার স্মৃতি এখনও দগদগে ক্ষত, তবু নিষেধাজ্ঞা উড়িয়েই বিক্রি হচ্ছে ভেজাল সরষের তেল!
মুখ্যমন্ত্রী আরও বলেন, "যে সময়ে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না। দু’জন জুনিয়র ডাক্তার ছিলেন। তাঁদের মারধর করা ঠিক হয়নি। তবে আমি বলেছি যে সরকারি হাসপাতালে রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে। এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েই এসেছি।"
আরও পড়ুন: কাঁথির জবাব কাঁথি থেকেই, অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, SSKM