#কলকাতা: স্যাটের ডিএ-নির্দেশ মানবে কি রাজ্য সরকার? মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজকোষের অবস্থা ভাল নয়। ‘যা চাইব, তাই পাব’ - এমনটা ভাবা ঠিক হবে না। পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের বিরোধীরা। তাদের দাবি, ডিএ, রাজ্য সরকারি কর্মীদের অধিকার।এক বছরের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিল স্যাট। ডিএ মামলার রায়ে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বছরে দুবার ডিএ দিতে হবে। মহার্ঘ ভাতা বিধি তৈরিরও নির্দেশ দিল স্যাট। ৩ মাসের মধ্যে এই ডিএ বিধি তৈরি এবং ৬ মাসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ বিচারপতি রঞ্জিতকুমার বাগ এবং বিশেষজ্ঞ সদস্য সুবেশ কুমার দাসের বেঞ্চের। স্যাটের এই নির্দেশ কি রাজ্য সরকার মানবে? নাকি আবার আইনি লড়াইয়ের পথে হাঁটবে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, DA case, DA Verdict, State Government Employee