কলকাতা: কংগ্রেস নিয়ে কি সুর নরম করল তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক মহলের মতে, ধরনা মঞ্চ থেকে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বামেদের পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়া করলেও, কংগ্রেস সম্পর্কে বিরোধিতার কথা শোনা যায়নি। দেখা গেল, রাহুল ইস্যুতে কংগ্রেসকে সমর্থনের সুর শোনা গেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায়।
ধরনামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা আক্রমণ করেছেন বামেদের। ধর্নার দ্বিতীয় দিনে নাম করেই তিনি এক বন্ধনীতে ফেলেছেন সিপিএম-বিজেপিকে। মমতা বলেছেন, ‘‘বিজেপি আর সিপিএম মনে রাখবেন বাম আর রাম এক হয়েছে। আর তারা এক হয়েই বলছে, ‘আমরা সব কাগজপত্র হাতে পেয়ে যাচ্ছি।‘ পাবে না কেন! সিপিএমের আমলের অফিসারগুলোকে তো তাড়াইনি! তারা তো এখনও কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে মিলে আছে। ওরাই কাগজপত্রগুলো সরাচ্ছে।’’
আরও পড়ুন- 'ভাড়া করে ট্রেনেই যাব..' দিল্লি চলোর ডাক মমতার! বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান
উল্লেখযোগ্য বিষয় এই যে, দু’দিনের টানা ধরনা থেকে একবারও কংগ্রেসকে আক্রমণ করেননি মমতা। বরং মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখর হয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা নিয়ে।তৃণমূলনেত্রীই কেন্দ্রের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার ডাক দিয়ে বলেছেন, ‘‘সমস্ত বিরোধী দলকে বলছি, আপনারা জোট বাঁধুন।’’
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এবার আসছেন রূপান্তকামীরাও
সিপিএমকে কড়া আক্রমণের রাস্তায় গিয়েছে তৃণমূল। পাশাপাশি কংগ্রেসের প্রতি ‘বার্তা’ পাঠানো শুরু করেছে। রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে কংগ্রেসের ডাকা বৈঠকে দুই সাংসদকে পাঠিয়েছেন মমতা। এই আবহেই মমতা বৃহস্পতিবার রাম-বামকে একই বন্ধনীতে রেখে তাদের আক্রমণ করেছেন। অন্যদিকে, ‘বার্তা’ দিয়েছেন কংগ্রেসকে। বিরোধী জোটের আহ্বানও করেছেন। এখন দেখার, আগামিদিনে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের সমীকরণ আরও বদলায় কি না। তৃণমূল কংগ্রেসের এক নেতার কথায়, 'আমরা কখনওই বলিনি আমরা কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলব না। বৃহত্তর জোটে অবশ্যই সব বিরোধীদলের ভূমিকা আছে। আমাদের বক্তব্য, কংগ্রেসকে শীতঘুম থেকে বেরিয়ে আসতে হবে৷ তাদের ময়দানে নেমে লড়াই করতে হবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Rahul Gandhi