কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে নজরে দিদির দূত কর্মসূচি। সেখানে আসা অভিযোগগুলির নিষ্পত্তিতে কোনওরকম ঢিলেমি দেওয়া যাবে না বলে জানিয়েছে নবান্ন৷। সচিবদের নিয়ে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুর ১২ টা থেকে ১৫ টি দফতরের সচিবদের নিয়ে বিশেষ পর্যালোচনামূলক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য, কৃষি, স্কুল শিক্ষা, পঞ্চায়েত-সহ একাধিক দফতরের সচিবরা ছিলেন এ দিনের বৈঠকে। নবান্ন সূত্রে খবর দিদির দূত কর্মসূচিতে এখনও পর্যন্ত সব থেকে বেশি অভিযোগ এসেছে পঞ্চায়েত দফতর নিয়ে। বিশেষত পঞ্চায়েত দফতরের অধীনে আবাস যোজনা, রাস্তা তৈরি সহ একাধিক ক্ষেত্রে অভিযোগ এসেছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অধীনে স্বাস্থ্য সাথী নিয়েও দিদির দূত কর্মসূচিতে অভিযোগ জমা পড়েছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন - Cricketer's Death Video: ধীরে ধীরে কমছিল অক্সিজেন লেভেল, বোলিং করতে বসে পড়া, তারপরেই...
এরই সঙ্গে নারী ও শিশু কল্যাণ দফতরের প্রসঙ্গ নিয়েও একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রী দফতর বিভিন্ন দফতরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে। নবান্ন সূত্রে খবর এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এর জন্য সিএমও এর তরফে একটি পোর্টাল চালু হবে। সেই পোর্টালের মাধ্যমে অভিযোগগুলি নিষ্পত্তি হবে৷ পাশাপাশি বিভিন্ন দফতরকে কেন্দ্র করে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগগুলি নিষ্পত্তি ও নজরদারির জন্য প্রতিটি দফতর পৃথক পৃথকভাবে টাস্ক ফোর্স তৈরি করবে।
আরও পড়ুন - Crime News: ছ'দিন ধরে নিখোঁজ থাকার পর বাবলা নদীতে ধর্ষিতা নবম শ্রেণীর ছাত্রীর দেহ
মূলত এই টাস্ক ফোর্স নজরদারি করবে অভিযোগগুলি নিষ্পত্তি কতটা হচ্ছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি দপ্তর ধরে ধরে পর্যালোচনা করেন বলে সূত্রের খবর। কয়েকটি দপ্তরকে বিশেষ নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুমি শুধু দিদির দূত কর্মসূচি নয়, বিভিন্ন সময় গ্রিভেন্স সেলে যে অভিযোগগুলি আসে সেই অভিযোগ গুলি নিষ্পত্তি ও দ্রুত করতে হবে বলে এই দিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Nabanna