নবান্নের বৈঠকে করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ' ৫০ হাজার পঞ্চায়েতের কর্মীদের হেলথ স্কিমে আনা হল। কোভিডে এ রাজ্যে দিনে ১৫০ জন আক্রান্তের খবর আসছে।'
এখন করোনা নিয়ে ৪৯ জন ভর্তি রয়েছেন৷ এর মধ্যে ৯ জন কো-মর্বি়ডিটি নিয়ে চিকিৎসাধীন৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, 'বেশি ভিড় জায়গায় গেলে মাস্ক পরুন৷ ইদের পর আমিও মাস্ক পরব৷ করোনা নিয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে৷ আমরা সব রকম ব্যবস্থা রেখেছি৷ করোনা বেড়ে যাওয়ার আগে আমি সবাইকে সচেতন থাকার আবেদন করছি৷'
কোভিড মোকাবিলায় প্রস্তুত সরকার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায়, সারা দেশে ১০,৫৪২ টি নতুন করোনা কেস রিপোর্ট করা হয়েছে। শুধুমাত্র মঙ্গলবারই করোনাভাইরাসের ৭,৬৩৩ টি নতুন কেস নথিভুক্ত হয়েছে।
অন্যদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে। মঙ্গলবার মধ্য রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্টু রাম বর নামে ৬৯ বছর বয়সী এক প্রৌঢ়ের। বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ভাস্কর দাস নামে এক ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে তিন দিন ধরে ভর্তি ছিলেন।
দেশ তথা রাজ্যে ফের বাড়ছে করোনা। স্বাস্থ্যভবনের পক্ষ থেকে মঙ্গলবার সেই বিষয়ে নজর রেখে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে বয়স্ক মানুষ- শিশু, কোমর্বিডিটিতে আক্রান্ত, অন্তঃসত্তাদের ভিড় এড়িতে চলতে। সকলে যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। এছাড়াও কাশি, সর্দি, জ্বর হলে করোনা টেস্ট করার পরামর্শও দিয়েছে স্বাস্থ্যভবন। এমনকী, যদি কেউ করোনা আক্রান্ত হন, তবে তাঁকে এক সপ্তাহের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ স্বাস্থ্যভবনের। তবে এত কিছুর মাঝেও দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা, কমতি নেই এ রাজ্যেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Nabanna