#কলকাতা: ফের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন প্রশান্ত কিশোর৷ বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
এর আগে গত ৬ জুন মমতার সঙ্গে তাঁর বৈঠক করেন প্রশান্ত কিশোর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে দিন তিনি প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। রাজনৈতিক মহলে 'পিকে' নামেই অধিক পরিচিত প্রশান্ত কিশোর। রাজনীতির জগতে তাঁর স্ট্র্যাটেজির চাহিদা 'হটকেকে'র মতোই। আজ পর্যন্ত যতজনের ভোটকৌশল সাজানোর দায়িত্ব নিয়েছেন, প্রত্যেককে বিপুল ভোটে জিতিয়েছেন। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডির জয়ের প্রেক্ষিতে ফের একবার উঠে আসছে তাঁর নাম। প্রশান্ত কিশোরের কৌশলেই অন্ধ্রে বাজিমাত করেছেন রাজশেখর রেড্ডির ছেলে।
২০১২-তে মোদীর গুজরাট বিধানসভা ভোটের স্ট্র্যাটেজিস্ট হিসেবে আত্মপ্রকাশ প্রশান্ত কিশোরের। এর পর জেডিইউ নেতা নীতীশ কুমারের প্রচার কৌশল সামলেছেন তিনি। আর এ বার জগনের।