Home /News /kolkata /
বড়দিনের উৎসব শুরু পার্ক স্ট্রিটে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিনের উৎসব শুরু পার্ক স্ট্রিটে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানান অনুষ্ঠান বাদ পড়লেও ২০২০-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট।

  • Last Updated :
  • Share this:

Susovan Bhattacharjee

#কলকাতা: বছরের শেষে ফের উৎসবে মজে বাঙালি। পার্ক স্ট্রিটে আলোর রোশনাই আর সান্টার আনাগোনায় জানান দেয় বড়দিন আসছে। পার্ক স্ট্রিটে ২৫শে ডিসেম্বরের আগেই শুরু হল উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই শুরু হল এই বছরের ক্রিসমাস। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানের শুরু করার পরেই সেন্ট জেভিয়ার্স কলেজেও যান মমতা বন্দোপাধ্যায়।

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানান অনুষ্ঠান বাদ পড়লেও ২০২০-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। প্রতি বছর পার্কে যে খাবারের স্টল থাকে এই বছর নেই। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে গিয়ে সুর চড়ালেন পদ্মফুল শিবিরের বিরুদ্ধে। বিজেপির বিভিন্ন নেতারা যখন এ রাজ্যে এসে অর্থনীতি থেকে শিল্পকে টার্গেট করেছেন, তখনই সেই কটাক্ষকে কড়া ভাষায় জবাব দিলেন মমতা বন্দোপাধ্যায়।

সাম্প্রতিককালে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেও একই কথায় সোচ্চার হন। সোমবার অ্যালেন পার্কে ক্রিসমাসের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় তার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, বাংলা বিভিন্ন ক্ষেত্রে প্রথম স্থান পেলেও তাকে নিয়ে মিথ্যা প্রচারে মত্ত হয়েছে দিল্লির কিছু লোক। বড়দিনের মঞ্চ থেকে ২৫শে ডিসেম্বর ছুটি কেন বাতিল করা হল? তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দেশভাগের কথা ভেবে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে আগামী বছরের শুভেচ্ছা জানালেন মমতা বন্দোপাধ্যায়।

Published by:Simli Raha
First published:

Tags: Mamata Banerjee, Park Street