#কলকাতা: ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধশতবর্ষে তাঁর বাগবাজারের বাড়ির দ্বারোদ্ঘাটন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগেই এই বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করা হয়। সারদা মঠের হাতে নিবেদিতার বাড়ি তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিঙে নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িটিকেও সংস্কার করা হয়েছে।
ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধ শতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্যোগে নিবেদিতার লন্ডনের বাড়িতে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করা হবে। ১২ নভেম্বর ব্রিটিশ ইন্ডিয়ান মিউজিয়ামের অনুরোধে সেই অনুষ্ঠানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার ভগিনী নিবেদিতার বাগবাজারের বাড়ির দ্বারোদ্ঘাটন করলেন তিনি। তাঁর দাবি, স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ির মতো নিবেদিতার বাগবাজারের বাড়িও দখলের চেষ্টা চলছিল। সেই চেষ্টা রুখে দিতে আগেই রাজ্য সরকারের উদ্যোেগ তা অধিগ্রহণ করে নেওয়া হয়।
দার্জিলিঙে ভগিনী নিবেদিতা যে বাড়িতে দেহত্যাগ করেন সেই বাড়িটিকেও অধিগ্রহণ ও সংস্কার করেছে রাজ্য সরকার। বাড়িটিকে হেরিটেজও ঘোষণা করা হয়েছে। সোমবার উদ্বোধনের পর নিবেদিতার বাড়িটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Sister Nivedita, Sister Nivedita's house