Photo Courtesy: Mamata Banerjee/Facebook
#কলকাতা: ২ নভেম্বর, সোমবার, ৫৫-য় পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।
জনপ্রিয়তার নিরিখে তিনি যে হলিউড থেকে বলিউড যে কোনও তারকাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তা জন্মদিনে মুম্বইয়ে শাহরুখের বাংলো মন্নতের সামনে গেলেই বেশ বোঝা যায়। তবে এবছর অতিমারীর জন্য পরিস্থিতি আলাদা ৷ শাহরুখ নিজেই করোনা সতর্কতায় ভক্তদের জন্মদিনের দিন তাঁর বাড়ির সামনে জমায়েত না করার অনুরোধ জানিয়েছিলেন ৷
তবে শাহরুখ শুধু বলিউডের বাদশাই নন, এই বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। এরাজ্যের 'ব্র্যান্ড অ্যাম্বাসডর' তিনি। তাই জন্মদিনে ভাই শাহরুখকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছা জানাতে ভোলেননি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটে এসআরকে-কে ‘চার্মিং ব্রাদার’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
Warmest birthday greetings to @iamsrk. Wish you good health and all the success in life, my charming brother. Wish you all the success in your future endeavours.
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2020
নিজের ট্যুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, '' তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। চার্মিং ব্রাদার, তোমার সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করি। ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Shahrukh Khan