হোম /খবর /কলকাতা /
'২০২৪-এ সরকার বদলালে এখন যা করছেন সব পাল্টা হবে', কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

'২০২৪-এ সরকার বদলালে এখন যা করছেন সব পাল্টা হবে', কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

ফাইল ছবি

ফাইল ছবি

Mamata Banerjee: এবার কি দিল্লিতে ধরনা? কলকাতার ধরনা মঞ্চ থেকে কি ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

  • Share this:

কলকাতা: ধরনা মঞ্চ থেকে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''মঞ্চে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ। ২ দিন ধরে এই ধরনা চলছে। আমি এর আগে অনেকবার ধরনা করেছি। সিপিএম আমাকে হারাতে পারিনি। তিন বার বিধানসভায় জিতেছি। ১০ বার জনপ্রতিনিধি হিসাবে জিতেছি। নানা দফতরের মন্ত্রীত্ব সামলেছি৷''

তিনি আরও বলেন, ''যদি কেউ ওদের কথা না শোনে তা হলে তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি, ক্যাগ যায়। আমি যাদবপুরের এমপি প্রথমবার। তারপর সাত বার এমপি হয়েছি। আমার নাক, চোখ, কান খুব সেনসিটিভ। যে কোনও গন্ধ আমি আগে পাই। আমি যখন রাস্তায় যাই, শুধু গাড়ি নয়। আলো, রাস্তা, সব দেখি। কলকাতা এমনি এমনি কলকাতা হয়নি।''

আরও পড়ুন- 'ভাড়া করে ট্রেনেই যাব..' দিল্লি চলোর ডাক মমতার! বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান

দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ''আমি একা জোট বাঁধতে পারি না। জোট বাঁধলে সবাইকে নিয়ে বাঁধব। টাকা, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ভয় দেখাতে পারবেন না। কিছু করতে পারবেন না। ২০২৪ এর সরকার বদলে গেলে, এখন যা যা করছেন তার পাল্টা হবে। ভিক্ষে নয়, চাইছি ঋণ, পারলে শোধ করে দিন। নাহলে সাধারণ মানুষকে বলব এই অত্যাচারী বিজেপিকে বদলে দিন।''

কেন্দ্রের বিরুদ্ধে মমতা অভিযোগ, ''ওরা ১০০ দিনের কাজের টাকা দেয় না। মহম্মদ বিন তুঘলকের মতো।  আমি এর আগে অটল বিহারি বাজপেয়ীকে দেখেছি, এত ঔদ্ধত্য দেখিনি। কাজ করালে টাকা দেওয়াটা সাংবিধানিক অধিকার। এখান থেকে চোর, ডাকাত, গদ্দার যাচ্ছে দিল্লিতে। গিয়ে বলছে বাংলায় কিছু দেবেন না৷ বাংলায় অর্থনৈতিক অবরোধ হলে আমরাও রাজনৈতিক, সাংস্কৃতিক, অবরোধ করতে পারি।''

আরও পড়ুন- শতরূপের মন্তব্যে ক্ষুব্ধ কুণাল! শতরূপ, বিমান, সেলিম তিনজনকেই পাঠালেন আইনি নোটিশ

মমতা আরও বলেন, ''আমি দিল্লির অনুষ্ঠান করলে সব রাজ্য থেকে লোক নিয়ে আসব। আমাদের আন্দোলন শেখাতে হবে না। আমাদের ছাত্র-যুবরা যাবে। দিল্লিতে ঢুকতে না দিলে, যেখানে আটকাবে সেখানে বসব। সবাইকে আগামী বছর ভোটে এক হতে হবে। তার আগে জেলে ভরতে চায় ওরা। যাতে ভোটে সংগঠনের কাজ না করতে পারে।''

Published by:Suman Majumder
First published:

Tags: CM Mamata Banerjee, Kolkata