#কলকাতা: করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যাতে সমস্ত পড়ুয়ারা অংশ নিয়ে পড়াশুনা করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সাড়ে ৯ লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানালেন, ট্যাব বা স্মার্ট ফোন নয়, সরকার ট্যাব-স্মার্টফোন কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার ৷
দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল ও মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়া এই সুবিধে পাবেন ৷ ট্যাবের বদলে কেন হঠাৎ টাকা দেওয়ার সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী জানান, ‘সরকারের বারণ আছে তাই চাইনিজ প্রোডাক্ট দেওয়া সম্ভব নয় ৷ আমরা টেন্ডার তৈরি করেও দেখেছি সর্বোচ্চ এক থেকে দেড়লক্ষ ট্যাব পাওয়া যাচ্ছে সাড়ে ৯ লক্ষ নয় ৷ তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পাঠানোর সিদ্ধান্ত সরকারের ৷’
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee