হোম /খবর /কলকাতা /
দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দেবে সরকার

ট্যাব, স্মার্টফোন কিনতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মমতার

File Image

File Image

এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানালেন, ট্যাব বা স্মার্ট ফোন নয়, সরকার ট্যাব-স্মার্টফোন কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যাতে সমস্ত পড়ুয়ারা অংশ নিয়ে পড়াশুনা করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সাড়ে ৯ লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানালেন, ট্যাব বা স্মার্ট ফোন নয়, সরকার ট্যাব-স্মার্টফোন কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার ৷

দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল ও মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়া এই সুবিধে পাবেন ৷ ট্যাবের বদলে কেন হঠাৎ টাকা দেওয়ার সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী জানান, ‘সরকারের বারণ আছে তাই চাইনিজ প্রোডাক্ট দেওয়া সম্ভব নয় ৷ আমরা টেন্ডার তৈরি করেও দেখেছি সর্বোচ্চ এক থেকে দেড়লক্ষ ট্যাব পাওয়া যাচ্ছে সাড়ে ৯ লক্ষ নয় ৷ তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পাঠানোর সিদ্ধান্ত সরকারের ৷’রাজ্যে মোট ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসা রয়েছে ৷ ৩ ডিসেম্বর দ্বাদশ শ্রেণীর ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ করোনা অতিমারির জন্য রাজ্যের সব স্কুল বন্ধ৷ অনলাইন ক্লাসের উপরেই মূলত নির্ভরশীল পড়ুয়ারা৷ কিন্তু অনেকেই উপযুক্ত সরঞ্জামের অভাবে সেই সুযোগ নিতে পারছে না৷ তাই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ পাশাপাশি স্কুলগুলি থেকে যাতে অনলাইন ক্লাস করাতে পারে, সেই জন্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুল ও মাদ্রাসাগুলিকে একটি করে কম্পিউটার দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Somraj Bandopadhyay

Published by:Elina Datta
First published:

Tags: Mamata Banerjee