হোম /খবর /বিনোদন /
পিছিয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল,নতুন তারিখ জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

পিছিয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, নতুন তারিখ জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী

গোটা বিশ্ব করোনা অতিমারীর কারণে ক্ষতিগ্রস্থ ৷ এবার এই সংক্রমণের কারণে সমস্ত দিক ভেবেই পিছিয়ে দেওয়া হল কলকাতা চলচ্চিত্র উৎসব ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা আবহে পিছিয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ৷ নভেম্বরের বদলে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে আগামী বছরের জানুয়ারি মাসে ৷ চলচ্চিত্র উৎসবে পিছিয়ে যাওয়ার খবর ট্যুইট করে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ‘করোনা আবহে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্টেক হোল্ডার ও সিনেমা প্রেমীদের জানানো হচ্ছে যে চলচ্চিত্র উৎসবের দিন পিছিয়ে দেওয়া হল ৷ আন্তর্জাতিক ফিল্ম জগতের মানুষেরাও এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন ৷ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি ৷ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত ৷’

গোটা বিশ্ব করোনা অতিমারীর কারণে ক্ষতিগ্রস্থ ৷ এবার এই সংক্রমণের কারণে সমস্ত দিক ভেবেই পিছিয়ে দেওয়া হল কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ এই ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্বের বিভিন্ন কলাকুশলীরা কলকাতায় আসেন এবং উৎসবে অংশ নেন ৷ সেই সমস্ত কথা ভেবেই আপাতত ফিল্ম ফেস্টিভ্যাল পিছোনোর সিদ্ধান্ত সরকারের ৷ আটদিন ব্যাপী এই উৎসবে দেখানো হয় দেশবিদেশের নানা বাছাই করা সিনেমা ৷ কলকাতার এই ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব জুড়ে জনপ্রিয় ৷

Published by:Elina Datta
First published:

Tags: Kolkata International Film Festival, Mamata Banerjee