• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • রাতে সল্টলেকের মহিষবাথানে দুষ্কৃতী-তাণ্ডব, চলল গুলি

রাতে সল্টলেকের মহিষবাথানে দুষ্কৃতী-তাণ্ডব, চলল গুলি

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি ৷

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি ৷

 • Share this:

  #কলকাতা: গভীর রাতে সল্টলেকে দুষ্কৃতী তাণ্ডব। মহিষবাথানে একটি ক্লাবে দুষ্কতীদের হামলা, চলল গুলিও। ঘটনায় আহত ৪ জন ক্লাব সদস্য। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ক্লাবে সদস্যদের মারধরের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ করা হয়েছে।

  এই ঘটনায় আহত হন ৪ জন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ক্লাবের সদস্যরা সকলেই সব্যসাচী দত্তের অনুগামী বলে জানা গিয়েছে।

  শনিবার রাতে সল্টলেকে মহিষাবাথান এলাকার মিলিত সংঘ ক্লাবে পুজো চলছিল। ক্লাব সদস্যরা জানিয়েছেন, রাতে তাঁরা পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, তখন বাইকে করে এসে ক্লাবে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ক্লাবে ভাঙচুর চলে, মারধর করা সদস্যদের। এমনকী, ক্লাবের সামনে দশ রাউন্ড গুলিও চলে। হামলার ঘটনায় মিলিত সংঘ ক্লাবের ৪ জন সদস্য আহত হয়েছেন।

  এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত সল্টলেকের মহিষাবাথান এলাকার বাসিন্দারা। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

  শো-রুম থেকে বাইক চুরির প্রচেষ্টা, সিসি ক্যামেরায় চোর পাকরাও

  First published: