BJ ব্লকের পুজো উদ্বোধনে অমিত শাহ? ক্লাবের অন্দরমহলেই দ্বন্দ্ব চরমে

BJ ব্লকের পুজো উদ্বোধনে অমিত শাহ? ক্লাবের অন্দরমহলেই দ্বন্দ্ব চরমে
Photo- Video Grab

উদ্বোধন ঘিরেই পুজো কমিটির অন্দরে তুমুল দ্বন্দ্ব।

  • Share this:

#কলকাতা: মঙ্গলবার কলকাতায় এসে একটিই পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। সল্টলেকের বিজে ব্লকে। তাঁর সেই উদ্বোধন ঘিরেই পুজো কমিটির অন্দরে তুমুল দ্বন্দ্ব।

সল্টলেকের বিজে ব্লক। মঙ্গলবার এই ব্লকের পুজোই উদ্বোধন করবেন অমিত শাহ। আর তা নিয়েই, রবিবার, পুজো কমিটির ভিতরের গোলমাল প্রকাশ্যে। বচসায় জড়ালেন যুগ্ম সম্পাদক ও সভাপতি। যুগ্ম সম্পাদক ও তাঁর অনুগামীরা চেয়েছিলেন, বিধাননগরের তৃণমূল বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে দিয়ে পুজোর উদ্বোধন করাতে। শেষে ঠিক হয়, অমিত শাহই পুজো উদ্বোধন করবেন। তবে আমন্ত্রণ জানানো হবে সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তী, দু’জনকেই।

আরও পড়ুন -প্রকাশ্য রাস্তায় একে একে শরীর থেকে খসে গেল আবরণ, রইল না একটা সুতোও, দেখুন ভাইরাল ভিডিও

উদ্বোধন করবেন হেভিওয়েট অমিত শাহ। তাই নিরাপত্তা থাকবে কড়া। এ দিন বিজে ব্লকের পুজোমণ্ডপ চত্বর ঘুরে দেখে স্পেশাল প্রটোকশন গ্রুপ...

পুজো কমিটির সঙ্গেও এ দিন বৈঠক করে এসপিজি। বৈঠকে ছিলেন সিআরপিএফ, বিধাননগর পুলিশ এবং দমকলের কর্তারাও।

আরও দেখুন

First published: 01:09:47 PM Sep 30, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर