corona virus btn
corona virus btn
Loading

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত দুর্গাপুর চন্দনপুকুর এলাকায়।

  • Share this:

#বারুইপুর: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত দুর্গাপুর চন্দনপুকুর এলাকায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। শুক্রবার সকালে অন্যান্য তিন বোনের সাথে বাড়িতেই ছিল স্কুল ছাত্রী। বাবা দীপঙ্কর পুরকাইত পেশায় গ্রিলের মিস্ত্রী। মা পরিচারিকার কাজ করেন। তাই দু’জনেই সকালে কাজের জন্য বেড়িয়েছিলেন।

ফাঁকা বাড়িতে বোনেদের অজান্তে ঘরে ঢুকে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। কিছুক্ষণ বাদে ছোট বোন ঘরে ঢুকে দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। বাকিরা ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে দুর্গাপুর তিলোত্তমা বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী আত্মঘাতী হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

First published: August 9, 2019, 11:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर