#কলকাতা: আমফানের ৬ দিন পরেও কেন বিদ্যুত্ নেই এলাকায়? এই দাবিতে অবরোধে উত্তপ্ত হল মেটিয়াবুরুজের নাদিয়াল থানার কাঞ্চনতলা৷ উত্তপ্ত জনতার ইটের ঘায়ে মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের৷ এলাকায় নামানো হয়েছে র্যাফ৷
আমফানের পরে এক সপ্তাহ কাটতে চলল, এখনও বিদ্যুত্ নেই কলকাতা বেশ কিছু অঞ্চলে৷ ৭০ শতাংশ এলাকায় বিদ্যুত্ চলে আসার দাবি সিইএসসি করলেও, বিদ্যুত্হীন বহু এলাকা৷ এহেন পরিস্থিতিতে নানা জায়গাতেই চলছে অবরোধ৷
মঙ্গবার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মেটিয়াবুরুজের নাদিয়ালে৷ সেই অশান্তির মধ্যে পড়ে যান স্থানীয় বিধায়ক। ইটের ঘায়ে বিধায়কের মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনীকে পাঠানো হয়েছে এলাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan Cyclone, Kolkata