হোম /খবর /কলকাতা /
ডিসেম্বরেই কলকাতা, হাওড়ায় পুরভোট! দিন জানিয়ে কমিশনকে চিঠি রাজ্যের

Kolkata and Howrah Municipal Corporation Election Dates: ডিসেম্বরেই কলকাতা, হাওড়ায় পুরভোট! দিন জানিয়ে কমিশনকে চিঠি রাজ্যের

কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷

কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷

২০২০ সাল থেকে কলকাতা পুরসভায় ভোট বকেয়া রয়েছে৷ দীর্ঘদিন ধরেই পুরভোট করানোর দাবি তুলছিলেন বিরোধীরা (Kolkata Corporation Election)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোটের দিন স্থির করে বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। ১৯ ডিসেম্বর ভোট ও ২২ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল ঘোষনার জন্য নির্ধারিত হয়েছে (Kolkata and Howrah Municipal Corporation Election)। কমিশন সূত্রে খবর, আজ বিকেলে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন মদফতরের তরফে এই সংক্রান্ত চিঠি প্রথমে মেল করে ও পরে স্পেশাল মেসেঞ্জার মারফৎ কমিশনের দপ্তরে পাঠানো হয়।

এর আগেই, প্রথা মাফিক রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, মন্ত্রী দুই কর্পোরেশনের ভোটের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানান কমিশনারকে। ভোটের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি ও নির্ঘণ্টর খসড়া চূড়ান্ত করা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। পুরভোট সংক্রান্ত চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কমিশন। কমিশনের এক কর্তা বলেন, 'রাজ্য সরকারের চিঠি পেয়েছি। ভোটের জন্য কমিশন প্রস্তুত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই কলকাতা কর্পোরেশনের মোট ১৪৪টি ও হাওড়া কর্পোরেশনের মোট ৬৬টি ওয়ার্ডের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।'

আরও পড়ুন:  উপনির্বাচনে ধরাশায়ী হয়ে বিজেপি-র অনুপ্রেরণা মমতা? সুকান্তর মন্তব্যে জল্পনা

২০২০ সাল থেকে কলকাতা পুরসভায় ভোট বকেয়া রয়েছে৷ হাওড়ায় ভোট বাকি রয়েছে ২০১৯ সাল থেকে৷ দীর্ঘদিন ধরেই পুরভোট করানোর দাবি তুলছিলেন বিরোধীরা৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই ভোটের করানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ তবে উপনির্বাচনের পরেই যে রাজ্যে পুরভোট হতে পারে, আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এ দিনই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে৷ সর্বত্রই বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ পুজোর পর রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হলেও এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করছে রাজ্য প্রশাসন৷ অন্যদিকে, রাজ্যে শাসক দলের প্রতি জনসমর্থনে যে ভাঁটা পড়েনি বরং তা বেড়েছে, ভোটের ফলেই তা স্পষ্ট৷ ফলে পুরভোটের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করছে রাজ্য প্রশাসন এবং শাসক শিবির৷ কলকাতা এবং হাওড়া ছাড়াও রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন বাকি রয়েছে৷ কলকাতা এবং হাওড়ার পর ধাপে ধাপে সেগুলিও করিয়ে নেওয়া হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Howrah, KMC, Kolkata Municipal Corporation