• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রেম ও ভক্তিতে জোর টক্কর, তবু ফাগুন হাওয়ায় শহর মাতোয়ারা ভালোবাসার উদযাপনে

প্রেম ও ভক্তিতে জোর টক্কর, তবু ফাগুন হাওয়ায় শহর মাতোয়ারা ভালোবাসার উদযাপনে

প্রেম ও ভক্তিতে জোর টক্কর, তবু ফাগুন হাওয়ায় শহর মাতোয়ারা ভালোবাসার উদযাপনে

প্রেম ও ভক্তিতে জোর টক্কর, তবু ফাগুন হাওয়ায় শহর মাতোয়ারা ভালোবাসার উদযাপনে

প্রেম ও ভক্তিতে জোর টক্কর, তবু ফাগুন হাওয়ায় শহর মাতোয়ারা ভালোবাসার উদযাপনে

 • Share this:

   #কলকাতা: রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে সেলিব্রেশন উইকের আজ সেই দিন, যার জন্য হা পিত্যেশ। ভ্যালেন্টাইন ডে ওরফে ভালবাসার দিন। বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় সেই কবেই ঢুকে পড়েছিল এই প্রেমের দিনটি। চোখে-চোখ। হাতে হাত। মনের মানুষকে মনের কথা বলতে পারার দিন।

  ভালবাসার নির্দিষ্ট দিন হিসেবে ১৪ ফেব্রুয়ারিকে দাগিয়ে দেওয়া নিয়ে তর্কের শেষ নেই! হুজুগ হোক বা পাশ্চাত্য সংস্কৃতির অনুপ্রবেশ,ভালবাসার মানুষটিকে মনের কথা বলার জন্যেই নাকি ভ্যালেন্টাইনস ডে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আইফেল টাওয়ার, সর্বত্র ছড়িয়ে ভ্যালেন্টাইনস ডে-র খুশবু। গিফট, চকোলেট, গোলাপের ভিড়েও ফিসফিসিয়ে উঠে আসে অমোঘ তিনটি শব্দ।

  এবছর আবার শুধু প্রেম দিবস নয়, শিবরাত্রিও বটে ৷ বাঙালির নজরে সেরা স্বামী ৷ তাই ভালবাসার দিনে প্রেমের খোঁজের সঙ্গে সঙ্গে সেরা স্বামীর খোঁজ পেতে মহাদেবের আরাধনায় ব্যস্ত ৮ থেকে ২৮ ৷

  দুই প্রেমের তুল্যমূল্য টক্কর। ফুলের বাজারে টানটান লড়াই গোলাপ আর ধুতরোর। আবার নক্ষত্র মেনে প্রেম দিবসেই পড়েছে শিবরাত্রির-এর পুণ্যলগ্ন। কৌলীন্যে গোলাপ এগিয়ে ঠিকই। তবে দামের নিরিখে কম নয় পৌরাণিক ধুতরোও। প্রেম হোক বা পূজা, নৈবেদ্যের উপকরণ সংগ্রহে হিমশিম অবস্থা দু’পক্ষেরই ভক্তকুলের।

  লাল গোলাপে জোয়ার ডাকে প্রেমের গাঙে। ওদিকে দেবাদিদেব তুষ্ট সামান্য বেলপাতা, ধুতরো আর আকন্দের নৈবেদ্যে। ক্রেতাদের কেউ কেউ অবশ্য ফুলেল উপহারেও প্রেম আর ভক্তির মধ্যে ফিউশনের কথা ভাবছেন।

  পয়লা ফাল্গুনের হাল্কা শীতে ব্যস্ততা ভুলে আজ একটু উষ্ণতার খোঁজ ৷ ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা ৷’ এদিন শহরের বিভিন্ন লাভ ডেনে কপোত-কপোতীর ভিড়। ভাগ্যিস নীতি পুলিশের উৎপাত নেই। তাই শহরের আনাচে কানাচে মদন থুড়ি কিউপিড বাণে বিদ্ধ অসংখ্য যুগল ৷

  First published: