#কলকাতা: ভারতীয় জাদুঘর যেন রণক্ষেত্র৷ এ দিন সন্ধ্যায় সিআইএসএফ-এর এক কনস্টেবল সহকর্মীদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালান বলে অভিযোগ৷ গুলিতে সিআইএসএফ-এর একজন হেড কনস্টেবল এবং একজন এএসআই আহত হন বলে খবর৷ এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চলেছে বলে খবর৷
শেষ খবর পাওয়া পর্যন্ত যে সিআইএসএফ জওয়ান গুলি চালিয়েছিলেন, তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বারাক চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন৷ ফলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছেও ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ৷ ফলে ওই সিআইএসএফ জওয়ানকে বাগে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স, সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা৷ বারাকের ভিতরে ঢুকে আপাতত ওই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে ধরাই এখন তাদের লক্ষ্য৷ কারণ তার যা আচরণ, তাতে ফের অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়তে পারে সে৷ আনা হয়েছে টিয়ার গ্যাসও৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
আরও পড়ুন: জাদুঘর চত্বরে গুলি চালিয়ে তাণ্ডব সিআইএসএফ জওয়ানের, আহত দুই! তীব্র চাঞ্চল্য কলকাতায়
মাইক নিয়ে সাধারণ মানুষকেও সতর্ক করছে পুলিশ৷ কৌতূহলী মানুষকে এলাকা ফাঁকা করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
এ দিন সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ভারতীয় জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বারাকের ভিতর থেকে গুলি চলার শব্দ শোনা যায়৷ যদিও অভিযুক্ত জওয়ান কেন এ ভাবে সহকর্মীদের উপরে এলোপাথাড়ি গুলি বর্ষণ করলেন, তা এখনো স্পষ্ট নয়৷
বিস্তারিত আসছে...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।