হোম /খবর /কলকাতা /
তিন বার ডাকেও আসেননি, শীতলকুচিকাণ্ডে ৯১ CRPC-তে ফের তলব ৬ কেন্দ্রীয় জওয়ানকে!

Sitalkuchi Case: তিন বার ডাকেও আসেননি, শীতলকুচিকাণ্ডে ৯১ CRPC-তে ফের তলব ৬ কেন্দ্রীয় জওয়ানকে!

ফের তলব

ফের তলব

Sitalkuchi Case: সিআইডি সূত্রে খবর, শীতলকুচিকাণ্ডে যে কেন্দ্রীয় জওয়ানদের তলব করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দুজন অফিসার ও চার জন কনস্টেবল।

  • Share this:

#কলকাতা: শীতলকুচিকাণ্ডে এবার দুই অফিসার সহ মোট  ছয় কেন্দ্রীয় বাহিনীর  সদস্যদের তথ্য  চেয়ে  91 CRPC-তে নথি নিয়ে তলব করা হল ভবানী ভবনে। আগামী  ২ ও ৩ অগস্ট তিন  জন করে মোট ছয় জনকে   ভবানী  ভবনে  তলব করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। ওই ৬ জনের মধ্যে রয়েছেন দুজন অফিসার ও চার জন  কনস্টেবল।

সিআইডি সূত্রে খবর, আর্মস ইস্যু সার্টিফিকেট, কী অস্ত্র ব্যবহার হয়েছে তার সার্টিফিকেট,  কমন সার্টিফিকেট অর্থাৎ কার কোথায় কী ডিউটি তার নথি, যার অর্ডারে জওয়ানরা ডিউটি করতে এসেছিল, সেই সমস্ত অফিসিয়াল  ডকুমেন্টস নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে  হাজির হতে বলা হয়েছে  ভবানী ভবনে | অর্থাৎ  ৯১ CRPC- তে তথ্য চাওয়ার জন্য ছয় জন  কেন্দ্রীয় জওয়ানকে তলব করা হয়েছে  ভবানী ভবনে। এর আগে ১৬০ CRPC-তে  সাক্ষী হিসাবে ছয় জন কেন্দ্রীয় জওয়ানকে তলব করা হলেও তাঁরা কেউ হাজির হননি। এবার তথ্য নথি  চাওয়ার জন্য নতুন করে  কেন্দ্রীয় বাহিনীকে তলব করল সিআইডি।

সিআইডি সূত্রে খবর, গত  ১০ এপ্রিল  শীতলকুচির ১২৬ নম্বর বুথে গুলিকাণ্ডের ঘটনার দিন তৎকালীন পুলিশ সুপারের ঠিক কী ভূমিকা  ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ গন্ডগোলের সময় ঘটনাস্থলে তিনি ছিলেন না। কিন্তু সিআইডি সিট গঠনের পর আধিকারিকরা শীতলকুচির ঘটনাস্থল  পরিদর্শন করেন। সিআইডি  তদন্তে উঠে আসে, গুলি বুথের বাইরেই শুধু চলেছে এমন নয়, বুথের দিকে তাক করেও গুলি চালানো হয়েছিল। যার ফলে বুথের  দরজা ভেদ করে বুথের ভিতর ব্ল্যাকবোর্ডে গুলি গিয়ে লেগেছিল। ফরেন্সিকের ব্যালেস্টিক টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন  করে। তাঁরা সিআইডিকে প্রাথমিক  ভাবে জানায়, ব্ল্যাকবোর্ডে  যে গুলি লেগেছিল, তা রাইফেলের  গুলি। এই ঘটনায় ৬ জন কেন্দ্রীয় বাহিনী সদস্যকে তিন বার তলব করা হয়েছিল | কিন্তু তা সত্ত্বেও  তাঁরা কেউই  ভবানী ভবনে  এসে হাজির হননি বলে দাবি সিআইডির | সেক্ষেত্রে  এবার নথি ও তথ্য চেয়ে ৯১ CRPC-তে তলব ছয় কেন্দ্রীয় বাহিনীর  সদস্যদের।

Published by:Suman Biswas
First published: