হোম /খবর /কলকাতা /
শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু তদন্ত, তিন পুলিশ কর্মীর বয়ান রেকর্ড সিআইডি-র

CID: শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু তদন্ত, তিন পুলিশ কর্মীর বয়ান রেকর্ড সিআইডি-র

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তী৷

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তী৷

সিআইডি সূত্রে খবর, তৎকালীন কাঁথির আইসিকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয়, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হওয়ার পর আইসি হিসাবে তিনি গিয়ে কি পরিস্থিতি দেখেছিলেন?

  • Share this:

# কলকাতা : শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর  রহস্য মৃত্যুর ঘটনায় এবার ভবানী ভবনে তলব করা হল তৎকালীন কাঁথি থানার আইসি  সুনয়ন  বসু এবং তৎকালীন দুই  নিরাপত্তারক্ষীকে৷|প্রায়  সাড়ে আট  ঘন্টা ধরে  জিজ্ঞাসাবাদ করা হয় তিন জনকে৷  আবারও তাঁদেরকে  তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভবনা  রয়েছে বলে সিআইডি  সুত্রে  খবর৷ জানা গিয়েছে, তিন জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়৷ তিন জনের বক্তব্যে কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, তা  খতিয়ে  দেখবেন তদন্তকারীরা|

তিন জন আধিকারিকের বয়ানই রেকর্ড করা হয়েছে | এই দুই তৎকালীন নিরাপত্তারক্ষীর মধ্যে রয়েছেন সুশান্ত যশ  যিনি  বর্তমানে তমলুক পুলিশ লাইনের  এএস আই এবং শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষী পিনাকী ঘোষ, যিনি বর্তমানে তমলুক পুলিশ লাইনের  কনস্টেবল | সিআইডি সূত্রে খবর, এই তিন অধিকারিককে  মঙ্গলবার  ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয় | তবে এই ঘটনায় কাঁথির তৎকালীন আইসিকে এই প্রথমবার  জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে  তলব করা হল৷  ওই  এএসআই  ও কনস্টেবলকে আগেই কাঁথি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি | এবার  তাঁদের ভবানী ভবনে   তলব করা হলো ৷

সিআইডি সূত্রে খবর, তৎকালীন কাঁথির  আইসিকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয়, ২০১৮ সালের ১৩ অক্টোবর  শুভব্রত চক্রবর্তী  গুলিবিদ্ধ  হওয়ার পর আইসি হিসাবে তিনি গিয়ে কি পরিস্থিতি দেখেছিলেন? ঘটনাস্থল থেকে  কোনও নোট  বা লিখিত নথি উদ্ধার হয়েছিল কি না? ঘটনাস্থলে থেকে আইসি হিসেবে তিনি কী কী বাজেয়াপ্ত করেছিলেন, তাও জানতে চাওয়া হয় ওই পুলিশ আধিকারিকের থেকে ? এ ছাড়াও তদন্তকারীরা জানতে চান, সেই সময় কে বা কারা পুলিশকে খবর দেন? ঘটনাস্থলে কে কে এসেছিলেন? মৃতের পরিবারকে কখন খবর দেওয়া হয়েছিল?

অ্যাম্বুলেন্স পৌঁছতে কেন দেরি হয়েছিল তাও তিন জনের কাছে জানতে চান তদন্তকারীরা৷ অন্যদিকে তৎকালীন  দুই নিরাপত্তারক্ষী যারা শুভব্রতকে  গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন,  তাঁদেরকে  জিজ্ঞাসাবাদ করে সিআইডি | সিআইডি সুত্রে খবর, শুভব্রতর তৎকালীন দুই সহকর্মীর কাছে  জানতে চাওয়া হয়, ঘটনার দিন শুভব্রতকে গুলিবিদ্ধ অবস্থায় কখন হাসপাতালে নিয়ে যান তাঁরা? কখন তাঁরা গুলির আওয়াজ শুনতে পান? কখন চিৎকার শুনতে পান?  স্থানীয়  হাসপাতালে নিয়ে যেতে  কতক্ষণসময় লাগে, তাও প্রশ্ন করেন তদন্তকারীরা৷  শুভব্রতকে জেলার হাসপাতাল থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আনার সির্ধান্ত কখন নেওয়া হয়, সেই প্রশ্নের উত্তরও চান তদন্তকারীরা৷

 প্রসঙ্গত, ২০১৮ সালে ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর |এর পরের দিন, ১৪ অক্টোবর কলকাতায়  বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷  সেই ঘটনায় গত ৭ জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন  মৃতের স্ত্রী | পুলিশ ঘটনায় ৩০২ ধারায় খুন ও ১২০ বি-র ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে৷ সেই খুনের  অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তভার  নেন  সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা৷

ইতিমধ্যে সিআইডি টিম একাধিকবার ঘটনাস্থলে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাসভবন শান্তিকুঞ্জের  বিপরীতে  নিরাপত্তারক্ষীদের থাকার জায়গায় পরিদর্শন করেছে | ঘটনার পুনর্নির্মাণ করে সিআইডি | এমন কি, হাসপাতালের চিকিৎসকদেরও  জিজ্ঞাসাবাদ করেন  সিআইডি আধিকারিকরা |

ARPITA HAZRA

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CID, Suvendu Adhikari