Home /News /kolkata /
ছিট বিনিময়ের পর প্রথম পঞ্চায়েত নির্বাচন, ভোট দিয়ে খুশি বাসিন্দারা

ছিট বিনিময়ের পর প্রথম পঞ্চায়েত নির্বাচন, ভোট দিয়ে খুশি বাসিন্দারা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

এই প্রথম পঞ্চায়েত ভোট দিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। ২০১৬ বিধানসভা নির্বাচনে ইভিএমে ভোট দিয়েছিলেন ওঁরা।

 • Share this:

  #কলকাতা: এই প্রথম পঞ্চায়েত ভোট দিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। ২০১৬ বিধানসভা নির্বাচনে ইভিএমে ভোট দিয়েছিলেন ওঁরা। আর এবার ভোট দিলেন ব্যালটে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার অংশ হতে পেরে উচ্ছ্বসিত মনসা বর্মন, আবুল কালাম মিঞারা।

  ২০১৫, ৩১ জুলাই। অবশেষে কার্যকর হল ভারত-বাংলাদেশ ছিট বিনিময়।

  আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝেই বেশির ভাগ জায়গায় ভোটপর্ব মিটল নির্বিঘ্নে

  ওই বছরেরই ৩০ নভেম্বরের মধ্যে সাবেক ছিটের বাসিন্দারা পৌঁছলেন তাঁদের নতুন ঠিকানায়। কেউ বেছে নিলেন বাংলাদেশ। কেউ পেলেন ভারতীয় নাগরিকত্ব। এমনই কয়েকশো ভারতীয়র ঠাঁই হল হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পুনর্বাসন কেন্দ্রে। এটাই তাঁদের প্রথম পঞ্চায়েত ভোট। ভোটার সংখ্যা তিনশো সতেরো। পুনর্বাসন কেন্দ্রের পাশেই প্রাথমিক স্কুল। আপাতত সেটাই ভোটগ্রহণ কেন্দ্র। ভোট নিয়ে উচ্ছ্বসিত এখানকার বাসিন্দারা। সাত সকালেই দাঁড়িয়ে পড়েছেন লাইনে।

  আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে সারাদিন কী ঘটল রাজ্যজুড়ে, দেখে নিন একনজরে

  একই ছবি মাথাভাঙ্গার খলিসামারি গ্রাম পঞ্চায়েতের নলগ্রাম ও দিনহাটার নাজিরহাট-দুই গ্রাম পঞ্চায়েতের মশালডাঙ্গায়। ছিট বিনিময়ের পর এই দুটি এলাকা ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। দুটি গ্রাম মিলিয়ে মোট ভোটার হাজার খানেক। সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন তাঁরাও।

  সবকটি জায়গাতেই লড়াই মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির। অন্যান্য জায়গা থেকে হিংসার খবর এলেও এখানে নির্বাচন হয়েছে নির্বিঘ্নেই।
  First published:

  Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নি৪বাচন ২০১৮

  পরবর্তী খবর