#কলকাতা: হোম স্টে পরিষেবায় রাজ্যকে এক নম্বর হতে হবে। তার জন্য এবার সময়সীমা বেঁধে দিলেন মুখ্যসচিব। তিন মাসের সময়সীমা দিলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এই সময়সীমার মধ্যেই পর্যটন ক্ষেত্রে হোমস্টে পরিষেবায় গোটা দেশের মধ্যে বাংলাকে এক নম্বরে করার লক্ষ্যমাত্রা বেঁধে দিল রাজ্য সরকার।
হোম স্টে পরিষেবার নিরিখে বর্তমানে রাজ্য সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। এ দিন পর্যটন সংক্রান্ত বিষয় নিয়েই মুখ্যসচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। এক মাসের মধ্যেই হোমস্টে সংক্রান্ত যে জমি সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে বলেও এ দিন নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন: পর্যটক নিয়ে মহানন্দে ছুটছিল, সোনাদার কাছে আচমকা লাইনচ্যুত দার্জিলিংগামী টয় ট্রেনসরকারি সূত্রে খবর, এখনও বেশ কিছু কিছু জেলা যেখানে কোনও হোম স্টে নেই। সেখানে অবিলম্বে হোম স্টে গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সংলগ্ন এলাকায় স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বিভিন্ন রকম স্টল গড়ে তুলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে।
পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বার বারই জেলার প্রশাসনিক বৈঠকগুলিতে জোর দিয়েছেন মু্খ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হোম স্টে পরিষেবা যথেষ্ট জনপ্রিয়৷ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার মতো পর্যটনকেন্দ্রগুলিতেও হোম স্টে পরিষেবা শুরু করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এতে একদিকে যেমন পর্যটকদের আনাগোনা বাড়বে, একই ভাবে স্থানীয় বাসিন্দাদের উপার্জনেরও পথ খুলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।