#কলকাতা: ২০ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে এ বছরের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যের প্রশাসনিক মহলে তাই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তার মধ্যেই খবর পাওয়া গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন চলাকালীন ইকো ট্যুরিজম পার্কেই থাকবেন। আজ, মঙ্গলবার, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে ইকো ট্যুরিজম পার্কে চলে যাবেন। ২০ তারিখ বিশ্ববাংলা শিল্প সম্মেলনে যোগ দিয়ে ওই দিন রাতেই ইকোট্যুরিজম পার্কেই থাকবেন। অর্থাৎ মোট দু'রাত ইকোপার্ক এই কটেজে থাকবেন মুখ্যমন্ত্রী।
এ দিকে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও জায়গা করে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার৷ দেশ বিদেশের শিল্পপতিদের সামনে মহিলা উপভোক্তাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী
ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প৷ সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও৷ রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য নারী ক্ষমতায়ণ৷ এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই প্রকল্পকেই শোকেস করতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য যে শুধু শিল্পের প্রসারেই উদ্যোগী নয়, বরং মহিলাদের ক্রয় ক্ষমতা বাড়াতে লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পও চালু করছে, সেই বার্তা তুলেও ধরাও উদ্দেশ্য রাজ্যের৷
আরও পড়ুন: কোন যাদুমন্ত্রে আসানসোলে রেকর্ড জয়? বীরভূমের নেতৃত্বের 'পরিশ্রম' দেখছে তৃণমূল!
নবান্ন সূত্রে খবর, প্রায় ২৩ লক্ষ নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডারে নাম নথিভুক্ত করেছেন৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে এ দিনই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রশাসনের আধিকারিকরা নতুন উপভোক্তাদের হাতে ওই দিন টাকা তুলে দেবেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নারী ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব। বিভিন্ন জেলাকে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানানো হয় নবান্নের তরফে৷ সেই মতোই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন৷
Somraj Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee