#কলকাতা: ছিল অমিত শাহের রোড শো। কিন্তু কালো পতাকা আর গো ব্যাক স্লোগানের মুখে পড়ে বেরিয়ে এল বিজেপির মিছিলের আসল চেহারা। গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের তাণ্ডব চলল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। তাণ্ডবে বিধ্বস্ত বিদ্যাসাগর কলেজও। ঘটনায় প্রায় পঞ্চাশ জন ধৃত।
বিকেল থেকে কলকাতার রাজপথে বর্ণময় রোড শো অমিত শাহের। কিন্তু, সন্ধে গড়াতেই গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরে যেন অন্ধকার নামল আলো ঝলমল রাজপথে। বিকেল ৫.৫০ বিজেপির মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছতেই প্রথম দফার বিক্ষোভ। অমিত শাহকে কালো পতাকা দেখান টিএমসিপি সমর্থকরা। ওঠে অমিত শাহ গো ব্যাক স্লোগানও। স্লোগান শুনেই মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। সন্ধে ৬.০০ দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু গোলমাল থামেনি। মিছিল থেকে শুরু হয় হামলা। মিছিল থেকে বোতল, পাথর ছোড়া হয়৷ বিজেপির কর্মী-সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। পিছনে গোলমাল চলছে। কিন্তু অমিত শাহকে নিয়ে গাড়ি এগিয়ে যায়। এরপরই হামলা হয় বিদ্যাসাগর কলেজে। ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Loksabha Elections 2019, West Bengal Lok Sabha Elections 2019