• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • পরমব্রত, কৌশিক, অনুপমদের উদ্যোগে সেফ হোমের পর এ বার অক্সিজেন পরিষেবা

পরমব্রত, কৌশিক, অনুপমদের উদ্যোগে সেফ হোমের পর এ বার অক্সিজেন পরিষেবা

ছবি-ফেসবুক

ছবি-ফেসবুক

সম্প্রতি এক ভিডিয়োবার্তায় এ কথা জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ তিনি ছাড়াও এই উদ্যোগে সামিল হয়েছেন গায়ক অনুপম, অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়-সহ টালিগঞ্জের বেশ কিছু উজ্জ্বল নাম ৷

 • Share this:

  কলকাতা :  সামাজিক সংগঠন, শিল্পী, সমাজকর্মী, চিকিৎসক ও নার্স, ছাত্র ৷ সকলে এক বিন্দুতে মিলেছেন অতিমারির বিষাদ সময়ে ৷ তাঁদের নিয়েই তৈরি সংগঠন ‘সিটিজেন্স রেসপন্স’-এর বয়স মাত্র দু সপ্তাহ ৷ অতিমারির ছায়া যত দীর্ঘ হয়েছে, তত প্রসারিত হয়েছে সংস্থার পরিধিও ৷ পাটুলির কন্দর্পপুর থেকে শুরু ৷ তার পর সেফ হোম তৈরি হয়েছে দমদম পার্ক ৷ এ বার তাদের লক্ষ্য ব্রহ্মপুর ৷ তিন জায়গাতেই তৈরি হবে সেফ হোম ৷ যেখানে করোনা আক্রান্তরা কাটাতে পারবেন অসুখের পুরো সময়টাই ৷

  সম্প্রতি এক ভিডিয়োবার্তায় এ কথা জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ তিনি ছাড়াও এই উদ্যোগে সামিল হয়েছেন গায়ক অনুপম, অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়-সহ টালিগঞ্জের বেশ কিছু উজ্জ্বল নাম ৷ নিজের সংস্থা নিয়ে এই উদ্যোগে যোগ দিয়েছেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী ৷ আছেন চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং নার্সরাও ৷ তাঁদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে উঠেছেন ১২ জন করোনারোগী ৷

  সেফ হোমের পাশাপাশি এ বার ‘সিটিজেন্স রেসপন্স’ মঞ্চের উদ্যোগ ‘অক্সিজেন অন হুইলস’৷ তবে এই পরিষেবা আপাতত শুধু হাওড়াবাসীর জন্য ৷ নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলে অক্সিজেন পরিষেবা পৌঁছে গন্তব্যে ৷ শুধু একটি জেলাতেই সীমাবদ্ধ নয় ৷ এর পর চাকায় সওয়ার অক্সিজেন পরিষেবা পৌঁছে দেওয়া হবে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ-সহ অন্য জেলাতেও ৷ পরিকল্পনা আছে কমিউনিটি কিচেনেরও ৷

  কন্দর্পপুর ওয়েলফেয়ার সোসাইটি-সহ এই উদ্যোগের সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন পরমব্রত৷ সেইসঙ্গে তাঁর আর্জি, তাঁদের প্রয়াসে যোগ দিক সকলের সাহায্যের হাত ৷ সেই মর্মে ফেসবুকে আবেদনও করেছেন তিনি ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published: