হোম /খবর /কলকাতা /
বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ-কাঁদানে গ্যাসে ছুড়ল পুলিশ

বিজেপির নবান্ন অভিযান ঘিরে লাঠিচার্জ-কাঁদানে গ্যাসে ধুন্ধুমার সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে

বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে ৷ বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ ৷ বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা ৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ ছোড়া হয় জলকামানও ৷

বিজেপির মিছিল আটকাতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা ও হাওড়া জুড়ে চার হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ৷

ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই বিজেপিকর্মীদের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি হয় পুলিশের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জলকামানও ৷ এবার জলকামানে রঙিন জলের ব্যবহার করেছে পুলিশ ৷ পুলিশের লাঠির ঘায়ে একাধিক বিজেপি নেতা কর্মী আহত হয়েছে বলে খবর ৷ অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইঁটের সঙ্গে সঙ্গে বোম ছোড়ারও অভিযোগ ৷ সাঁতরাগাছির দিক থেকে আসা মিছিলের নেতৃত্বে ছিলেন  সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ৷ হাওড়া যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ ৷ হাওড়া ময়দানের মঞ্চে রয়েছেন তেজস্বী সূর্য,নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ ৷

শুধু সাঁতরাগাছি থেকে আসা মিছিলেই নয় হেস্টিংস মোড়েও বিজেপির মিছিলে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশি বাধায় এগোতে না পেরে হেস্টিংস মোড়েই বসে পড়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গী সহ অনেকে ৷  অন্যদিকে, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আসার গুরুতর অভিযোগে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ৷ সাঁতরাগাছি থেকে আসা মিছিলে ছিলেন ওই ব্যক্তি ৷

Published by:Elina Datta
First published:

Tags: BJP