#কলকাতা: রাজ্যপালের তোপের মুখে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মৌমাছির চাকে হাত দেবেন না। চন্দ্রিমা নিজের দফতরে মন দিন। চন্দ্রিমার দফতরের কি অবস্থা সবাই জানেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে খোঁচা জগদীপ ধনখড়ের। তবে রাজ্যপালের এহেন মন্তব্য শুনে মোটেই চুপ থাকেননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ রাজ্যপালের মন্তব্যের পালটা জবাব দিয়ে এদিন চন্দ্রিমা স্পষ্টই জানালেন, ‘রাজ্যপালের সংযত হওয়া উচিত ৷’
রাজ্যপালকে পাল্টা জবাব দিয়ে চন্দ্রিমা আরও বললেন, ‘ওঁকে পদের মর্যাদা রাখতে হবে ৷ রোজ বলাটা ওঁর অভ্যাস হয়েছে ৷ হাঁটতে গিয়েও রাজ্যকে আক্রমণ করছেন ৷ ডোমকলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে দায়ী করছেন ৷’
পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ রাজ্যপালের। তাঁকে নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলুন। তা না হলে একজন মন্ত্রীকে নিয়োগ করুন। তিনিই আমার সম্পর্কে যা বলার বলবেন। সরকারের বাকিরা কাজ করুন। মন্তব্য রাজ্যপালের। ‘সবাই মিলে বলা শুরু করবেন না ৷ আমি বোলার, বাকিরা সবাই ব্যাটসম্যান নয়', রাজ্যকে বিঁধে মন্তব্য জগদীপ ধনখড়ের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।